পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দ্বিতীয় খণ্ড.djvu/৫৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8br বঙ্গদর্শন । [ বৈশাখ । প্রভাতে রামকিষণ সঙ্গে, শিকার থেলিয়া আসিলেন । s শান্মলীগাছের যে শাখাট পঞ্চমুখবিশিষ্ট, তাহাই কাটিয়া সন্ধ্যার পর প্রান্তরে প্রোথিত করা হইয়াছে। রাশিরাশি খড় ও ভারে ভারে কাষ্ঠ তাহার উপর শু,পীকৃত করিয়া সন্ধ্যার পর সম্বৎদাহ করিতে হইবে । সুহৃদ স্বীকার হইয়াছিলেন, ফাগুয়ার দিন প্রভাতে হোলি থেলিয়। তবে গৃহে ফিরি বেন । অতএব সম্বৎদাহ দেখিয়া চতুর্দশীর রাত্রিও তিনি তিলকপুরে যাপন করিলেন । জানকী-কোঙার সুহৃদের সম্মুখে বাহির হইয়া তাহার প্রণ:ম গ্রহণ করিয়াছেন। এবং ইহারই মধ্যে কথায় কথায় প্রস্তাব করিয়াছেন, তাহার সপ্তদশবর্ষীয়া কন্যা সাবিত্ৰী-কোঙারকে বিবাহ কয়িয়া সুহৃ দুকে পূৰ্ব্বকুটুম্বিত সঞ্জীবিত করিতে হইবে । * হোলির দিনে জানকী-কুঙারের স্বহস্তরচিত সাতপ্রকারের পিঠা খাইয় এবং আবীরে রঞ্জিত হইয়া সুহৃদ সিংহ গৃহে ফিরিয়া অসিলেন । মাতার নিকট সকল কথা বলিয়া র্তাহার আনন্দবৰ্দ্ধন করিয়াছিলেন—কেবল সাবিত্ৰী-কুঙারের কথাটা বলিতে পারেন নাই। ঘাঁহা হউক, সেইদিন অপরাrছু মহাধুমধামে তিলকপুরের বাবু পুরাতন কুটুম্বগৃহে নিমন্ত্রণরক্ষা করিতে আগমন করিলেন । পিচকারী ও আtধীরে চন্দনপুরের বৃহৎ মহল লালে লাল হইয়া গেল । তার পর বৈশাখমাসে সাবিত্ৰী-কুঙারকে বিবাহ করিয়া মুহৃদ সিং সেই মাধবী ত্রয়োদশীর মৃগয়াযাত্রা আপন জীবনে চিরস্মরণীয় করিয়াছিলেন । আরো একটি কথা । [ ONE WORD MORE. I ( By Robert Browning.) కా-or-ētc:ప్తి?--కా যদি পুনর্জন্ম মানিতে হয় এবং বিশ্ব পরিপূর্ণতার দিকে অগ্রসর হইতেছে, এরূপ যদি বিশ্বাস করি, তবে শেলী, ব্রাউনিংরূপে জন্মগ্রহণ করিয়াছিলেন, এরূপ মনে করিতে পারি না কি ? পারি—যদি আজ ব্রাউনিংএর জন্মতারিখ এবং শেলীর মৃত্যুতারিখ আমাদের স্মৃতি হইতে বিলুপ্ত হইয়া যায়— কারণ রবার্ট ব্রাউনিং শেলীর মৃত্যুর দশবৎসর পূৰ্ব্বে জন্মগ্রহণ করিয়াছিলেন। Paulineএ যৈ উদার গভীরস্বরে, যে মৰ্ম্মান্তিক প্রেমে ব্রাউনিং শেলীর আত্মার &ote: “Sun treader—life and light be thine for ever” &Giffì &&&t&; গাহিয়াছেন ; Sordelloর প্রারম্ভে, বৃহৎ অনুষ্ঠানের মুখবন্ধে, নমুস্ক্রিয়ামুথে ড্যাণ্টের সহিত শেলীর যে উল্লেখ করিয়াছেন,— কিংবা Memorabiliaনামক ক্ষুদ্র থওকৰি তায় সুন্দর সংক্ষিপ্ত ভাবে তাহার বে মহা