পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দ্বিতীয় খণ্ড.djvu/৫৫৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ctు - —t—- ভাবে এ যাহা বুঝা যায়—যুক্তিতেও তাহাই পাওয়া যায়। যুক্তি এইরূপ — ( ১ ) রেখার আরেক নাম দৈর্ঘ্য । ( ২ ) দৈর্ঘ্যমাত্রেরই নির্দিষ্ট -পরিমাণ থাকা চাই । e (৩) দৃঢ়-বস্তুর বিনা সাহায্যে অদৃঢ়বস্তুর দৈর্ঘ্যকে ( বায়ুর দৈর্ঘ্যকে বা জলের দৈর্ঘ্যকে ) নির্দিষ্ট সীমার মধ্যে আটক করিয়া রাখা সম্ভবে না । ( ৪ ) কাজেই নির্দিষ্টপরিমাণ দৈৰ্ঘ্য বা রেখা ভাবনা করিতে গেলেই সেই সঙ্গে দৃঢ়বস্তুর ভাবনা আপনা-আপনি আসিয়া পড়ে । এখন দ্রষ্টব্য এই যে, আমি যদি বলি “দৈর্ঘ্য একপ্রকার গুণ—সুতরাং তহি। বস্তুসাপেক্ষ", তবে তাহার উত্তরে তুমি অনায়াসে বলিতে পার যে, দৈর্ঘ্য গুণ বটে, কিন্তু তাহা বস্তুর গুণ নহে—তাহা একপ্রকার অবস্তুর গুণ—শূন্ত আকাশের গুণ। স্বীকার করিলাম যে, দৈর্ঘ্য শূন্ত আকাশের গুণ–কিন্তু দৃঢ়তা তো আর শূন্য আকাশের গুণ নহে। দৃঢ়তা দৃঢ়বস্তুরই গুণ, তাহাতে আর ভুল নাই। পূৰ্ব্বে দেখিয়াছি যে, নির্দিষ্টপরিমাণ রেখা ভাবিতে গেলেই দৃঢ়-রেখা ভাবনা করিতে হয় ; এখন দেখিতেছি যে, দৃঢ়তা বাস্তবিক পদার্থেরই গুণ, তা বই, তাহা শূন্য আকাশের গুণ নহে। তবেই হইতেছে যে, জ্যামিতিক রেথ দৃঢ়-বস্তুর বাস্তবিক সত্তার সহিত "নিষ্ঠ সম্বন্ধস্থত্রে জড়িত। তোমার পক্ষের প্রধান দুইটি সাক্ষী হ’চ্চে জ্যামিতিবিদ্যার রেখা এবং যন্ত্ৰ-বিদ্যার গতি । রেখাসাক্ষী নিরস্ত হইল—এখন গতি-সাক্ষী কি বলে, তাহ দেথা যা’কৃ। " বঙ্গদর্শন । [ ২য় বর্ষ, মাঘ । “গতি” বলিলে শুনিতে শুনায় একটিমাত্র শব্দ, কিন্তু বুঝিতে বুঝায় দুইটি देिश्व6ि५१कসঙ্গে— ( ১ ) চলমান বস্তু এবং (২ ) প্রতিমুহুর্তে তাহার স্থান-পরিবর্তন। স্থান-পরিবর্তন শক্তিরই ব্যাপার, তাহাতে আর ভুল নাই। কিন্তু তাহ বলিয়া এটা ভুলিলে চলিবে না যে, চালক শক্তি চাল্য বস্তুর উপরেই কাৰ্য্য করে—শুন্তের উপরে কার্য্য করে না । আপাতত মনে হইতে পারে যে, আলোকপদার্থ, তথৈব তাড়িত-পদার্থ, নিছক গতিক্রিয় ; তাহার সহিত বাস্তবিক-পদার্থের মূলেই কোনো সম্পর্ক নাই। কিন্তু প্রকৃত কথা এই যে, ও-সকল বৈদ্যুতিক গতি একপ্রকার সূক্ষ্মপদার্থের তরঙ্গলীলা—ঈথরের তরঙ্গলীলা । কোনো-কিছুরই গতি নহে—অথচ গতি, এরূপ গতি বন্ধ্যাপুত্রের দ্যায় অসম্ভব । তবেই হইতেছে যে, গতি বস্তুসত্তার সহিত, অথবা, যাহা একই কথা—বাস্তবিক সত্তার সহিত ঘনিষ্ঠ সম্বন্ধস্থত্রে জড়িত ;—জ্ঞানেরও সহিত তদ্বৎ । জ্ঞানেরও সহিত যে, তাহা ঘনিষ্ঠ সম্বন্ধস্থত্রে জড়িত, তাহার প্রমাণ কি ? ভাহার প্রমাণ এই ঃ– ক-বস্তুর অচল অবস্থায় বা গতিG) | শূন্ত অবস্থায়,ক-বস্তু প্রতিমুহূৰ্ত্তই ক-স্থান ভরাটু করিয়া অবস্থিতি করে। ~ পক্ষাস্তরে,ক-বস্তুর GDGDGD) সচল অবস্থায়, সে ক-স্থান খালি করিয়া খ-স্থান ভরাট করে, খ-স্থান খালি করিয়া গ-স্থান ভরাটু করে, ইত্যাদি। এখন দ্রষ্টব্য এই যে, ফ-স্বান যদি ক্রমাগতই ক-বস্তুর সত্তায় ཝa༽ག་༧༩༠༥་