পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দ্বিতীয় খণ্ড.djvu/৫৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

(te বঙ্গদর্শন । [ বৈশাখ । সেই লোকাতীত মিলন সনদর্শনের পর “I pant, 1 sink, I tremble, I expire” এইমাত্র বলিয়া ডুবিয়া যাই। কোথায় দাড়াইব ? মর্ত্যে থাকিয়া গন্ধৰ্ব্বলোকে উড়িয়াছিলাম, পাখা পুড়িয়া গিয়াছে ! কোথায় ? সেই পরিপূর্ণতার,—সেই চরমের “একটি কথা কোথায় ? যে সুরে স্বর্গের সঙ্গে মৰ্ত্ত উঠিয়া মিলিত হয়, সে সুরটি কোথায় ? ধরণীর দৃঢ়তলেই চরণ প্রতিষ্ঠিত রহিয়াছে, অথচ আনন্দের পূর্ণতম সম্ভোগ করিতেছি—সেই একটি কথা রবার্ট ব্রাউনিং বলিয়াছেন । বাস্তবিক আমি যতদুর বুঝি, তাহাতে কবিতা, জীবনের প্রতিবিম্ব বই আর কিছুই নহে। শেলী যখন হৃদয়ের আলোক জালা ইয়া এক এক প্রাণপ্রতিমাকে প্রোজ্জ্বলরাগে উদ্ভাসিত করিয়া আরতিবন্দনা করিতে উপস্থিত হইতেন, তখন সেই মর্ত্যের তৃণে রচিত প্রতিমা পুড়িয়া ভস্ম হইয়া যাইত— শেলীও আপনার পাখী পুড়াইয়া হতাশায় পড়িয়া যাইতেন—কিন্তু রবার্ট ব্রাউনিংএর আলোক জলিতেই ব্যারেটের স্কন্ধ হইতে স্বর্গের পাখা সমুদ্ভূত হইল, আলোক বেড়িয়া ধরিল—কি মুন্দর আবৃতজ্যোতি!--দুজনেই সম্ভোগ করিতে লাগিলেন । রবার্ট ব্রাউনিংএর রাজত্ব সেইদিন হইতেই স্থির হইয়। গেল। রাজটীকা অবং জন্মকাল হইতেই ললাটে অঙ্কিত ছিল। ব্রাউনিং আপনাকে জানিয়াছিলেন, শেলী জানেন নাই! ব্রাউনিং শেষ কথাটি বলিয়া গিয়াছিলেন, শেলী বলিতে গিয়া খুজিয়া পান নাই । তাই বলিয়াছি, শেলী পূর্ণ হইয়া যেন ব্রাউনিং জন্মিয়াছিলেন—এ একটা কল্পমা মাত্র । - কবির কাজ কি ? আমাদিগকে মহৎ করা-প্রতি পদার্থের মধ্যে রন্ধু, করিয়া অসীমের আলোক আনিয়া দেওর । মানব যে কত বড়, তাহা জনাইতে হইলে তাহার প্রেমের কথাটি বলিতে হয়। মানবহৃদtHz człn cą Fs qș, “Love's rare universe' যে কি চমৎকার, তাহ শেলীর এপিসাইকিডিয়নে কিছু দেখাইবার চেষ্টা আছে । আমাদের কবি রবীন্দ্রনাথের “হৃদয়যমুনা পড়িয়া দেখিলে বুঝা যাইবে, আমাদের হৃদয়ে কোন এক গভীর যমুনা,-কোন এক মেঘভারাবৃতা, বঞ্চলবিচিত্রতট, কলফেনা, মৃত্যুনীলসলিল, মুগম্ভীরা যমুনা অবিরাম ফুলিয়া-দুলিয়া নৃত্য করিতেছে। শেলী মাত্র সেই লোকে পদার্পণ করিয়া মিলনের স্বপ্ন দেখিয়াছিলেন, মিলনের কেন্দ্রভূমিতে উপস্থিত হওয়া ঘটিয়া উঠে নাই । কারণ তাহার সেই নন্দনলোক তিনি সংসারেরই মাঝখানে প্রতিষ্ঠিত করিতে পারেন নাই । কিন্তু রবার্ট ব্রাউনিং, ঠিক মানুষে মানুষে যেখানে প্রতিদিন মিলিয়া থাকে Just for the obvious human bliss To satisfy life's daily thirst— ঠিক মর্ত্যমানবীয় সুখের জন্ত, প্রতিদিনের তৃষা মিটাইবার জন্য যেখানে মিলিয়া থাকে, ঠিক সেইখানে অনুপম এক রহস্তময় আলোকের উদ্ভব করাইয়াছেন। শেলী নন্দনস্বপ্নে এমিলিকে আহবান করিয়াছিলেন, হৃদয়ধমুনার কবি হৃদয়ধমুনায় অবগাহন করিতে একাকিনীকে আহবান করিতেছেন,