পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দ্বিতীয় খণ্ড.djvu/৫৭০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সার্থকতা । তুমি মোর জীবনের মাঝে । মিশায়েছ মৃত্যুর মাধুরী। চিরবিদায়ের আভা দিয়া রাঙায়ে গিয়েছ মোর হিয়া, এ কে গেছ সব ভাবনায় স্বৰ্য্যাস্তের বরণচাতুরী । জীবনের দিক্‌চক্রসীম। লভিয়াছে অপূৰ্ব্ব মহিমা, অশ্রুধৌত হৃদয়-আকাশে দেখা যায় দূর স্বৰ্গপুরী । তুমি মোর জীবনের মাঝে মিশায়েছ মৃত্যুর মাধুরী। তুমি ওগো কল্যাণরূপিণী মরণেরে করেছ মঙ্গল । জীবনের পরপার হতে প্রতিক্ষণে মর্ত্যের আলোতে পাঠাইছ তব চিত্তখানি মেীনপ্রেমে সজল-কোমল । মৃত্যুর নিভৃত স্নিগ্ধঘরে বসে আtছ বাতায়ন’পরে, জালায়ে রেখেছ দীপখানি চিরন্তন আশায় উজ্জল । তুমি ওগো কল্যাণরূপিণী মরণেরে করেছ মঙ্গল । তুমি মোর জীবন-মরণ বাধিয়াছ দুটি বাহু দিয়া । প্রাণ তব করি অনাবুত মৃত্যুমাঝে মিলালে অমৃত, মরণেরে জীবনের প্রিয় নিজহাতে করিয়াছ, প্রিয় ! Ե