পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দ্বিতীয় খণ্ড.djvu/৫৯০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

একাদশ সংখ্যা । ] উৎসব • 2. ● ሆጓ সুরগুলা দুইটি খান” বলির আগ্রহ প্রকাশ আমি দেবীকে আমার এই প্রসাদবিপত্তি করিতে লাগিলেন, কিন্তু আমার বিরক্তিপূর্ণ হইতে রক্ষ করার জন্ত শতশত ধন্যবাদ দিয়া মুখ দেখিয়া তাহাকেও অচিরে নিরস্ত হইতে বৌদ্ধ চীনে বলিদানের কথা ভাবিতে ভাবিতে इहेण । সঙ্গীর সহিত গৃহে ফিরিয়া আসিলাম। -سا-: $ উৎসব। এস বসন্ত এস আজ छूमि আমারো হয়ারে এস ! ফুল তোলা নাই, ভাঙা আয়োজন, নিবে গেছে দীপ, শূন্ত আসন, আমার ঘরের শ্ৰীহীন মলিন দীনতা দেখিয়ো হেসো, তবু বসন্ত তবু আজ তুমি আমারো দুয়ারে এসে । আজিকে আমার সব বাতায়ন রয়েছে—রয়েছে খোলা ! বাধাহীন দিন পড়ে আছে আজ, নাই কোনো আশা, নাই কোনো কাজ, আপনা-আপনি দক্ষিণ বায়ে দুলিছে চিত্তদোলা । শূন্তঘরের সব বাতায়ন আজিকে রয়েছে খোলা ! কত দিবসের হাসি ও কান্না হেথা হয়ে গেছে সারা । , ছাড়া পাক্ তার তোমার আকাশে, নিশ্বাস পাকৃ তোমার বাতাসে, নব নব রূপে লভুক জন্ম বকুলে চাপায় তারা, গত দিবঙ্গের হাসি ও কাল্প। যত হয়ে গেছে সারা ।