পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দ্বিতীয় খণ্ড.djvu/৫৯১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ԹԵ Եր স্বঙ্গদর্শন [ ২য় বর্ষ, ফাঙ্কম। আমার বক্ষে বেদনার মাঝে • কর তব উৎসব ! আন ভব হাসি, আন তব বঁাশী, ফুলপল্লব অান রাশিরাশি, ফিরিয়া ফিরিয়া গান গেয়ে ধাকৃ যত পার্থী আছে সব, বেদনা আমার ধবনিত করিয়া কর তব উৎসব। • সেই কলরবে অস্তরমাঝে পাব, পাব আমি সাড়া ! ছালোকে ভূলোকে বাধি এক দল তোমরা করিবে যবে কোলাহল, . হাসিতে হাসিতে মরণের দ্বারে বারে বারে দিবে নাড়া— সেই কলরবে অন্তরমাঝে পাব, পাব আমি সাড়া ! প্রেম । বহুরে যা এক করে ; বিচিত্রেরে করে যা সরস — প্রভূতেরে করি আনে নিজ ক্ষুদ্র তর্জনীর বশ ; বিবিধ প্রয়াসকুন্ধ দিবসেরে লয়ে আসে ধীরে সুপ্তিম্বনিবিড় শাস্ত স্বর্ণময় সন্ধ্যার তিমিরে ধ্রুবতারাদৗপদীপ্ত স্থতৃপ্ত নিভৃত অবসানে ; বহুবাক্যব্যাকুলত ডুবায় যা একখানি গানে বেদনার সুধারসে,—সেই প্রেম হ’তে মোরে প্রিয়া রেখে না বঞ্চিত করি ;—প্রতিদিন থাকিয়ে জাগিয়া আমার দিনাস্তমাঝে ! কঙ্কণের কনককিরণ নিদ্রার অর্ণধারপটে আঁকি দিবে সোনার স্বপন ; তোমার চরণপাত মোর স্তন্ধ সায়াছু-আকাশে নিঃশন্ধে পড়িবে ধরা আরক্তিম অলক্ত-আভাসে। - এ জীবন নিয়ে যাবে অনিমেষ নয়নের টানে । তোমার আপন কক্ষে পরিপূর্ণ মরণের পানে ।