পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দ্বিতীয় খণ্ড.djvu/৫৯৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

একাদশ সংখ্যা। ] পূজা ’ । &్సరీ

  • উপরে যে ভাবের আছি এবং আছের ই গরিচ্ছিন্ন আছি এবং আছে’র সন্ধিস্থানে প্রমাণ দেখানে হইল, তাহ কেবল এখন সমস্ত লইয়। যে এক আছি বিরাজমান, আছি এবং এখন আছে মাত্র ; স্বতরাং তাছাই,সত্যজগতের প্রবেশদ্বার। আগামী তাহা কালদ্বারা পরিচ্ছিন্ন। এতদ্ব্যতীত ঐ বারে তাহার আলোচনায় প্রবৃত্ত হওয়া যাইবে ।

ঐদ্বিজেন্দ্রনাথ ঠাকুর। পূজা । كيجية আজিকে তুমি ঘুমাও আমি জাগিয়া রব ইয়ারে, . রাখিব জালি’ আলো । ভূমি ত ভাল বেসেছ আজি একাকী শুধু আমারে বাসিতে হবে ভালো । আমার লাগি তোমারে আর হবে না কভু সাজিতে, তোমার লাগি আমি এখন হ’তে হৃদয়খানি সাজায়ে ফুল-রাজিতে রাখিব দিনযামি । তোমার বাহু কত না দিন শ্রাস্তিদ্বখ ভুলিয়া গিয়েছে সেবা করি’ । আজিকে তারে সকল তার কৰ্ম্ম হ’তে তুলিয়। রাখিব শিরে ধরি’ । w এবার তুমি তোমার পূজা সাঙ্গ করি চলিলে সঁপিয়া মনপ্রাণ, এখন হ’তে আমার পূজা লহু গো আঁখিদলিলে, আমার স্তবগান । to