পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দ্বিতীয় খণ্ড.djvu/৬০৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সন্ধ্যাদীপু । «»aΦο-- - জালে ওগো জালে ওগো সন্ধ্যাদীপ স্নালো! হৃদয়ের একপ্রান্তে ওইটুকু আলো স্বহস্তে জাগায়ে রাখ! তাছারি পশ্চাতে আপনি বসিয়া থাক আসন্ন এ রাতে যতনে বাধিয়া বেণী সাজি রক্তাস্বরে আমার বিক্ষিপ্ত চিত্ত কড়িবার তরে জীবনের জাল হতে। বুঝিয়াছি আঙ্গি । বহুকৰ্ম্মকাংিখ্যাতি আয়োজনরজি শুষ্ক বোঝা হয়ে থাকে, সব হয় মিছে যদি সেই স্তুপাকার উদ্যোগের পিছে না থাকে একটি হাসি ; নানা দিক্ হতে নান। দর্প নানা চেষ্টা সন্ধ্যার আলোতে এক গৃহে ফিরে যদি নাহি রাখে স্থির একটি প্রেমের পায়ে শ্রান্ত নতশিব। ” গোধূলি গোধূলি নিঃশব্দে আসি আপন অঞ্চলে ঢাকে যথা কৰ্ম্মক্লান্ত সংসারের যত ক্ষত যত মলিনতা, ভগ্ন-ভবনের দৈন্ত, ছিন্ন-বসনের লজ্জা যততব লাগি স্তব্ধ শোক স্নিগ্ধ দুই হাতে সেইমত প্রসারিত করে দিক্‌ অবারিত উদার তিমির আমার এ জীবনের বহু ক্ষুব্ধ দিনযামিনীর খলন খণ্ডত ক্ষতি ভগ্ন-দীর্ণ জীর্ণতার পরে,— সব ভালমনা নিয়ে মোর প্রাণ দিক্‌ এক করে’ বিধাদের একখানি-স্বর্ণময় বিশাল বেষ্টনে। আজ কোনো আকাঙ্ক্ষার কোনো ক্ষোভ নাহি থাক্ মনে, অতীত অতৃপ্তিপানে যেন নাহি চাই द्धि ফিরে— যাহা কিছু গেছে যা, আমি চলে যাই ধীরে ধীরে তোমার মিলুীপ অকম্পিত যেথায় বিরাজে ত্রিভুবনদেবতার ক্লাস্তিহীন আননের মাঝে!