পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দ্বিতীয় খণ্ড.djvu/৬১৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সম্ভোগ। كيجية ভাল তুমি বেসেছিলে এই শুাম ধরা, তোমার হাসিটি ছিল বড় সুখে ভরা। মিলি নিখিলের স্রোতে জেনেছিলে খুসি হতে, হৃদয়টি ছিল তাই হৃদিপ্রাণহর । তোমার আপন ছিল এই গুণম ধর । । আজি এ উদাস মাঠে আকাশ বাহিয়া তোমার নয়ন যেন ফিরিছে চাহির । তোমার সে হাসিটুক, সে চেয়ে-দেখার মুখ সবারে পরশি চলে বিদায় গাহিয়া এই তালবন গ্রাম প্রান্তর বাহিয়। তোমার সে ভাললাগা মোর চোখে আঁকি আমার নয়নে তব দৃষ্টি গেছ রাখি । আজি আমি এক-এক দেখি দুজনের দেখা, । তুমি করিতেছ ভোগ মোর মনে থাকি আমার তারা তব মুগ্ধবৃষ্টি আঁকি। -এই বেশীতের জালে৷ শিহরিছে বনে; . শিরীষের পাতাগুলি ঝরিছে পবনে - খেলিতেছে সারাক্ষণ "・「 *ぶ 。 এই ছায়া-জালোকের,জাকুল কম্পনে, , এই গীত-মধ্যাছের মৰ্ম্মরিক্ত বনে :