পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দ্বিতীয় খণ্ড.djvu/৬৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথম সংখ্যা । ] সমালোচনা । 《 ੱਕ, তত্ত্ব অবশুই • বাড়াবাড়ি। আর ধৰ্ম্মজীবন ৷ শ্ৰীজ্ঞানানন্দ রায় চতুধুরীণ ইন্দ্রনাথবাবু যে কমলিনীকে লইয়া এত . প্রণীত। কারখানা করিয়াছেন, তাহাও বাড়ীবাড়ি । সমালোচকের আসন যখন গ্রহণ করিয়াছি, তখন দাদাঠাকুরকেও উপদেশ দিব। প্রথম উপদেশ -কমলিনীকে লইয়া এত টানাটানি কেন? স্বরুচির হিসাবেই হউক, আর গ্রন্থকারের বয়সের হিসাবেই হউক, কাজটা যে নিতান্ত অসঙ্গত, অবিধেয়, কুরুচিপূর্ণ, রসশস্ত, বাতিল ও নামঞ্জুর, তৎপক্ষে কাহার ও কোন সন্দেহ থাকিতে পারে না । তবে ইন্দ্রনাথবাবুর পক্ষে একটা আশ্বাসের কথা আছে . -কমলিনী যখন সুশিক্ষিতা ও সুসভ্য, তখন স্ত্রীজাতির চিরপ্রচলিত আয়ুধ—যাহা গৃহকার্য্যে নিত্য ব্যবহৃত হয়-তাহা যে এ ক্ষেত্রে ব্যবহৃত হইবে না, ইহা একরূপ নিশ্চয় । দ্বিতীয় উপদেশ ।-ইন্দ্রবাবু অনেকদিন মাতৃভাষার সেবা করিতেছেন। র্তাহার ‘কল্পতরু” ও “ভারতোদ্ধার মাতৃভাষার গৌরবের স্থল । আজ যদি তিনি কোথাকার এক ভগ্নাংশ আনিয়া মাতার পাদপদ্মে পুষ্পাঞ্জলিরূপে অৰ্পণ করেন, তাহা হইলে আমাদিগকে বলিতেই হইবে যে, তিনি সেবাপরাধে অপরাধী। এই পাপের প্রায়শ্চিত্ত তিনি সত্বর করেন, ইহাই আমাদের বাং—অর্থাৎ, ক্ষুদিরামকে সম্পূর্ণ করিয়া সত্বর বাহির করুন। যদি না করেন, তাহ হইলে মাতৃভূমির অভিসম্পাত ত.আছেই ; তদ্ব্যতীত আমাদের গালিগালজি-এখন তোলা রহিল, কিন্তু পরে বর্ধিত হইবে । আমরা অপেক্ষা করিয়া রছিলাম। •

পুস্তকের মূল্য লেখা নাই, তাহাতেই বোধ হয় যে, ইহা বিক্রয়ের জন্ত নহে । আমরা অবগত হইয়াছি যে, ইহা পুত্রের লিখিত পিতার জীবন-কাহিনী । এরূপ স্থলে সমালোচনা অকৰ্ত্তব্য মনে করি। তবে এ কথা বলিতে পারি যে, নিষ্ঠাবান হিন্দুর হিসাবে এই জীবন ধৰ্ম্মজীবন বটে। উৎসর্গ-পত্রে লিখিত হইয়াছে—“একজন আদর্শ হিন্দুর ধৰ্ম্মজীবন এই ক্ষুদ্র পুস্তকে বিবৃত হইয়াছে। হিন্দুমাত্রেরই ইহা পঠনীয় বিবেচনা করি ; সুতরাং হিন্দুর নামে ইহা উৎসর্গ করিলাম।” র্যাহাদিগকে ইহা উৎসর্গ করা হইয়াছে, তাহাদিগের নিকট যে ইহা আদর পাইবে,sস বিষয়ে সন্দেহ হয় না। মানব-চরিত্র । সংক্ষিপ্ত সংস্করণ। শ্ৰীঅবিনাশচন্দ্র বস্ব প্রণীত। মূল্য ॥• আট অান ! ভূমিকায় প্রকাশ, ছাত্ৰগণের নীতিশিক্ষার সহায়তা করিবার জন্য এই পুস্তক প্রকাশিত হইয়াছে। স্মাইলস্ সাহেবের প্রণীত"Chaiacter”নামক পুস্তকের আদশাবলম্বনে গ্রন্থকার একখানি বৃহত্তর গ্রন্থ রচনা করিয়াছেন। এখানি তাহারই সংক্ষিপ্ত সংস্করণ। • এই পুস্তকখানি পড়িয়া বিশেষ প্রতিলাভ করিয়াছি। প্রবন্ধগুলি যে কেবল ছাত্রদিগেরই উপযোগী, এরূপ নহে ; সাধারণ পাঠকের পক্ষেও উপাদেয়। ভাবনিচয় গাম্ভীৰ্য্যযুক্ত এবং বিশেষরূপে লোকশিক্ষার উপযোগী। স্বদেশীয় এবং বিদেশীয় যে সকল মহাজনদিগের দৃষ্টান্ত ও বাক্য সন্নিবিষ্ট হইয়াছে, তাহাও মনোজ্ঞ হইয়াছে।