পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দ্বিতীয় খণ্ড.djvu/৬৪৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

‘છં8ર বঙ্গদর্শন । Es [২য় বর্ষ, চৈত্র। দিনে রাজভবনে উপস্থিত হইতে অনুরোধ করায় উক্ত স্থানদ্বয়ের আনুমানিক দুরত্ব একরূপ বুঝা যাইতেছে। রখে গেলে উহা যে একদিনেরও পথ নয়, তাহারও যেন কতকটা জাভাস পাওয়া যায়। এরূপ অবস্থায় শকুন্তলার তপোবন হইতে রাজধানীতে পন্থ ছিতে দীর্ঘ দিন লাগিয়াছে, এমন বোধ হয় না। আমার অনুমান হয়, চতুর্থ ও পঞ্চম অঙ্কের অন্তৰ্ব্বত্তী সময়ের ব্যবধান দুই-তিনদিনের অধিক নহে, এমন কি একদিনও হইতে পারে। সুতরাং চতুর্থ ও পঞ্চম অঙ্কের ঘটনা একই ঋতুতে সংঘটিত হইয়াছিল। পঞ্চম অঙ্কে অবগুণ্ঠনবতী শকুন্তলাকে দেখিয়া রাজা তাহাকে আপল্পসত্ব বলিয়। বুঝিতে পারিয়াছিলেন ; সুতরাং পঞ্চম অঙ্ক হইতে তৃতীয় অঙ্কের ব্যবধান মাত্র দুইমাস অর্থাৎ তৃতীয় অঙ্কে গ্রীষ্মকালীন ঘটনা এবং পঞ্চম অঙ্কে বর্ষীকালীন ঘটনা, এরূপ বলিতে প্রবৃত্তি হয় না। এই সকল কারণে অনুমান করি, তৃতীয় ও পঞ্চম অঙ্কের ব্যবধান তিনমাসেরও উপর, এমন কি, পাঁচ-ছয়-মাস পর্য্যন্তও হইতে পারে । তাহ হইলেই ইহা যে শরৎ বা হেমন্তের ঘটনা, তাহা একরূপ স্থির এবং চতুর্থ ও পঞ্চম অঙ্কের কার্য্যাবলী একই কালের অন্তর্বর্তী । চতুর্থ অঙ্কের কালনির্ণয়ে যেমন পঞ্চম অঙ্ক আবপ্লক, ষষ্ঠ অঙ্কের কালনিরূপণে তেমনি সপ্তম অঙ্কের প্রয়োজন। সপ্তম অঙ্কে রাজা দৈত্যজয় করিয়া ইন্দ্রভবন হইতে প্রত্যাবৃত্ত হইতেছেন, পথে মারীচমুনির • আশ্রমে বিরহক্লিষ্ট প্রত্যাখ্যাত৷ শকুন্তলা ও তৎপুত্ৰ সৰ্ব্বদমমের । সহিত সাক্ষাৎ। সৰ্ব্বদমন তখন সকল কথাই একরূপ বলিতে পারে এবং সিংহশাবক লইয়া খেলা করে, সুতরাং তখন তাহার বয়স তিন-চার বছরের কম বলিয়া অনুমান । করা সঙ্গত হইবে না। সপ্তম অঙ্কের প্রথমভাগে রাজা মাতলিকে বলিতেছেন যে, এই ঘটনার পূর্বদিনে মাত্র তিনি স্বর্গে গিয়াছিলেন – “মাতুলে অস্বরসম্প্রহারোৎস্থকেন পূৰ্ব্বেদ্যুদিবমধিরোহতা ন লক্ষিতঃ স্বর্গমাগঃ " ‘মাতলি, অসুরবধের ঔৎসুক্যে গতকল্য আমি স্বর্গের পথ তেমন লক্ষ্য করিয়া দেখি নাই।” ষষ্ঠ অঙ্কের শেষে রাজা দুষ্যস্তের স্বৰ্গগমনের বর্ণনা আছে, অতএব ষষ্ঠ ও সপ্তম অঙ্কের ব্যবধান একদিন মাত্র। যষ্ঠ অঙ্কের ঘটনার কাল বসন্ত । উক্ত অঙ্কের প্রারস্তে আমরা দেখিতে পাই, নববসস্তারস্তে চেটীগণ আনন্দে অধীরা ; কিন্ত রাজা শকুন্তলার বিরহে কাতর বলিয়া বসন্তাৎসব বারণ করিয়া দিয়াছেন। সুতরাং কফুকী চেটাদিগকে বসন্তোৎসবে মত্ত হইতে নিষেধ করিতেছে — “ম তাবদনাত্মজ্ঞে । দেবেন প্রতিষিদ্ধে বসন্তোৎসবে আমৰলিকাভরং কিমারভসে ।” 'হে অজ্ঞরমণি, ওরূপ করিও না ; মরপতি বসন্তোৎসব নিযেধ করিয়াছেন, তথাপি আম্রকলিকাভঙ্গ আরম্ভ করিয়াছ কেন ?” ষষ্ঠ অঙ্কের কাল বসন্ত হইলে, তাহার পরবর্তী দিনের ঘটনা অর্থাৎ সপ্তম অঙ্কের ঘটনার কালঃ বসন্ত। এই সময়ে সৰ্ব্ব দমনের বয়স চারিবৎসর ধরিয়া লইলে,