পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দ্বিতীয় খণ্ড.djvu/৬৪৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বাদশ সংখ্যা । ] জনশূন্ত পৃথিবী। o و این সপ্তম-অম্নোক্ত বসন্তের शछेनां প্রথম জৰ্ব্বেক্ত গ্রীষ্ম হইত্বে পঞ্চম বর্ষে সংঘটিত হইয়াছিল। যষ্ট-অঙ্কোক্ত চেটম্বয়, ধীবরের নিকট হইতে অভিজ্ঞানরূপ-অঙ্গুরীয়ক-প্রাপ্তির বিবয় অবগত ছিল না, আর উক্ত অঙ্কে রাজার শকুন্তলা জনিত শোক অতি প্রবল হইয়াছিল, এইরূপ বর্ণিত হইয়াছে ; সুতরাং পঞ্চম অঙ্কের শেষ ও ষষ্ঠ অঙ্কের আরম্ভ, দুয়ের মাখানে যে প্রবেশক আছে, তাহার ঘটনা পঞ্চম বর্ষের বসন্তের অব্যবহিত পূৰ্ব্বেই ঘটিয়াছিল বলিয়া অনুমিত হর। শকুন্তলার ঘটনাবলীর পূর্ণকাল পাচবৎসর স্বীকার করিলে বলিতে হয়, অমর কবি এই পঞ্চবর্ষের ঘটনার মাত্র সাতটি চিত্র অঙ্কিত করিয়া আমাদিগকে মুগ্ধ করিয়া রাখিয়াছেন। আমরা এক্ষণে প্রবন্ধের সার সঙ্কলন করিতেছি – ১ । প্রথম অঙ্কের ঘটনা একদিন স্থায়ী; কাল গ্রীষ্ম, প্রথম বর্ষ। ২। প্রথম অঙ্ক হইতে দ্বিতীয় অঙ্কের ব্যবধান একদিন, সুতরাং প্রথম ও দ্বিতীয় অন্ধে একটু ঋতু এবং একই বর্ষের ঘটনা। ’ ७ । छूडौग्न स्रष्कब्र शंक्वेन विडौब्रांरकब्र ঘটনার পর সপ্তাহমধ্যে ঘটিয়াছিল। কাল প্রধম বর্ষের গ্রীষ্ম । ৪ । চতুর্থ অঙ্কের বিষ্কম্ভকের ঘটনা তৃতীয় অঙ্কের ঘটনার পর সপ্তাহমধ্যে ংঘটিত হইয়াছিল বলিয়া অকুমান হয় । ৫ । চতুর্থ অঙ্কের ঘটনার কাল শরৎ কি হেমন্তের পুর্ণিমা অথবা পূর্ণিমার অতি নিকটবর্তী কোনদিন । ৬ । পঞ্চম অঙ্কের ঘটনা চতুর্থ অঙ্কের ঘটনার একদিন কি দুইদিন পরে ঘটে। ৭ । পঞ্চম অঙ্কের শেব ও ষষ্ঠ অঙ্কের আরম্ভ, উভয়ের মধfস্থত প্রবেশকের কাল পঞ্চম বর্ষের বসন্তের অব্যবহিত পূৰ্ব্বে। ৮। ষষ্ঠ অঙ্কের ঘটনার কাল পঞ্চম বর্ষের বসন্ত । ৯ । ষষ্ঠ অঙ্ক হইতে সপ্তম অঙ্কের ব্যবধান একদিন । কাল বসন্ত, পঞ্চম বর্ষ। শ্ৰীনগেন্দ্রনাথ সেন । জনশূন্য পৃথিবী ।


O مححس-اس

ছে মহাকার ধূর্জটি, cडारीब्र छप्लेब्रि डाय्द्र স্তম্ভিত হইয়। আর কতকাল তুমি ঘুমাইয়া থাকিবে ? একবার জাগো। বুদ্ধি বলিয়া বে একটা খাপছাড়া জিনিষের তাড়নায় কলের ধোৱায়, গির্জার চুড়ায়, সঙিনের খোচায়, কলমের আগায় তোমার ধরণী ক্ষতবিক্ষপ্ত হইয়া উঠিয়াছে –তুমি তোমার তিনটি রক্তনেত্র মেলিয়া এই পৃথিবীর চারি দিকে একবার তোমার তাঙের রস ছাকিৰার বিপুল বস্ত্রখণ্ডটি বুলাইয়া লও ! সমস্ত পরিষ্কার হইয়া যাউক ! অtঃ ! আমরা একयांद्र मब्रिग्रां यांझे ! .* এস, আমরা সকলে মিলিয়ামরিয়া যাই। যে যেখানে আছ, স্ত্রীপুরুষ, বালকবালিকা সকলের ঘরবাড়ী ভাঙিয়া নদীতে ডুবাইয়৷ দিয়া, হাতী-বেড়ী জলে নিক্ষেপ করিয়া,