পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দ্বিতীয় খণ্ড.djvu/৬৪৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

، ، ، نویه न बळें, किरू उॉबिब्रा छादिब्रा माउिब्र উঠিতেছি—কাল পৃথিবী কি সুন্দররপ ধরিয়া দেখা দিবে। সমস্ত কলকায়খানা, পোষ্টআফিস, জেলখানা, ইস্কুল, আফিস, রেলের রাস্ত সাফ হইয়া গেলে কাল প্রভাতে সমুদ্ৰপৰ্ব্বতবনমরুভুষারবিচিত্রা নবীন কুমারী পৃথ্বী বৈকুণ্ঠধামের কোন দেবনন্দনের . প্রণয়কুতূহলে আপনার নির্জনবাসয়ে জাগরিত হইয়া উঠিয়া বসিবে । কোথায় গেল প্রকৃতির বাকৃচেষ্টা বা মিথ্যা মুখরত ! ৰঙ্গদর্শন।

  • [ ২য় বর্ষ, চৈত্র

কোথায় গেল প্রকৃতির বোংচেষ্টা বা সহস্ৰ সিদ্ধান্তের আবর্জনা ! কোথায় গেল বাগীশ্বর বুদ্ধিমান মানুষ । পৃথিবী पञांदांग्न তাহার মুঢ়তায় সতেজ, তাহার বর্ণবিলাসে স্বাধীন-সুন্দর । ধরণি, ধরণি, কোথায় তুই । মাতা ? কোথায় তুই লক্ষ সন্তানের পালনবিব্রত গম্ভীর অপ্ৰগলভা কল্যাণী ! আজি তুই তোর কর্তব্যবিব্রত মাতৃজীবন ত্যাগ করি একি প্ৰগলভ প্রণয়চঞ্চলার বেশে । সাজিয়া বসিয়াছিস ! ঐসতীশচন্দ্র রায় । ভ্ৰম ।


Oس------------

গেছে সারা দীর্ঘদিন, গ্রীষ্ম নিদারুণ, সন্ধ্যা দেখা দিল ধীরে প্রচ্ছায় করুণ, তপ্ত গগনের ভালে ; আছিমু বসিয়া শ্রান্তদেহে একাকিনী, সহসা আসিয়া শীতল পবনোচ্ছ,সি ঘেরিল আমারে, চমকি কম্পিতহিয়া চাহিমু দুয়ারে তুমি এলে ভাবি’ ! দেখিলাম শূন্যঘর, বাহিরে সঘন মেঘে আঁধার অম্বর ! হতাশ । আজিকে সাম্বন আর নাহিক কোথায় । আকাশে বাতাসে কিম্বা শুামল ধরায় ;– বিমুখ হয়েছে আজি আপন অন্তর! তুমি দয়া কর নাথ, করুণা-সাগর।