পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দ্বিতীয় খণ্ড.djvu/৬৫১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

dB hr কাচফলককে ফোটােগ্রাফির ভাষায় নিগেੱਚ (negative) বলে । ফোটোগ্রাফারগণ এখন এই ছবি-অঙ্কিত কাচফলকের সাহায্যে রাসায়নিক কাগজের উপর যত-ইচ্ছা আলোছায়াময় ছবি মুদ্রিত করিয়া লইতে পারেন। - এইত গেল সাধারণ ফোটাে তুলিবার কথা। এতদ্ব্যতীত আরো কয়েকটি উপায়ে ছবি তুলিবার কথা আমরা জানি,—এগুলিতে দেখা যায় না। রনজেনের বৈদ্যুতিক কিরণ এবং রাডিয়ম্ বা ইউরেনিয়মের রশ্মি কাচফলকে পড়িলে, ঠিক সূৰ্য্যকিরণপাতেরই কাৰ্য্য করে। তা ছাড়া ফোটোগ্রাফের খাচে কোনপ্রকার বাহ্যিক আঘাত-অপঘাত জা বৈদ্যুতিক উত্তেজনা সুকৌশলে প্রয়োগ করিতে পারিলেও, একই ফল পাওয়া যায়। পদার্থবিশেষের উপর আলোক বা অপর কোন বাহশক্তি পতিত হইলে তদ্বারা পদার্থের কি পরিবর্তন ঘটে জিজ্ঞাসা করিলে, “পরিবর্তনটা সম্পূর্ণ রাসায়নিক” বলিয়া আধুনিক পণ্ডিতগণ নিরস্ত হন । রাসায়নিকপদার্থ-মিশ্র জলে ফোটোগ্রাফের কাচফলক ডুবাইলে, তাহার আলোকপ্রাপ্ত অংশ ও আচ্ছন্ন অংশের পৃথক পৃথক ভাবে ফুটিয়া উঠা বে একটা প্রত্যক্ষ রাসায়নিক ব্যাপার,তাহাতে আর সন্দেহ নাই। কিন্তু ছবি ফুটিয়া উঠিবার পূৰ্ব্বে কাচের যে অবস্থা থাকে, সেটাও कि রাসায়ণিক ব্যাপার ? এই অবস্থায় কাচলিপ্ত পদার্থে কোন বাহিক পরিবর্তনই ত দেখা যায় না, অথচ বহুকাল পূৰ্ব্বে আলোকে উন্মুক্ত থাকা হেতু কাচে যে একটু গৃঢ় পরি ,বঙ্গদর্শন to- . . . [ ২য় বর্ষ, চৈত্র । ডুবাইলে সেইটিকেই ত ফুটয় উঠতে দেখি । পদার্থের কোন বিশেষ অবস্থায় সেই গৃঢ় পরিবর্তন হয় জিজ্ঞাসা করিলে, আধুনিক বিজ্ঞানবিদগণের নিকট কোন সত্ত্বরই পাওয়া যায় না। তা ছাড়া বাহ আঘাত ও বৈদ্যুত-তাড়নাদি দ্বারা যে গৃঢ়ছবি অঙ্কিত হওয়ার কথা পূৰ্ব্বে বলা হইয়াছে, তাহার কারণ জিজ্ঞাসা করিলেও ইহাদিগকে নিরস্তুর থাকিতে দেখা যায় । আচাৰ্য্য বস্তু বলেন, ফোটোগ্রাফিক্ কাচের আলোকপাতিত অংশের ষে পরিবর্তনকে বৈজ্ঞানিকগণ কেবলমাত্র রাসায়নিক পরিবর্তন বলিয়া আসিতেছেন, তাহী প্রকৃতপক্ষে একটা আণবিক পরিবর্তন ব্যতীত আর কিছুই নয়। স্বৰ্য্যালোকের উৎপাদক ঈথর-তরঙ্গ ফোটোগ্রাফের কাচের উপর পড়িয়া কাচলিপ্ত পদার্থে ধাক্কা দিতে থাকিলে, আলোকপাতিত অংশের অণুগুলি পূৰ্ব্বে যে-প্রকারে সজ্জিত ছিল, এখন আর সে-প্রকারে থাকিতে পারে না ; কাজেই আলোকপ্রাপ্ত অংশের আণবিক-বিদ্যাস অপরাংশের তুলনায় সম্পূর্ণ পৃথক হইল্পী দাড়ায় আণবিক বিন্যাসের এই পার্থক্যটা স্বক্ষ অণুবীক্ষণযন্ত্রের সাহায্যেও ধরা অসম্ভৰ । এইজন্য ফোটোগ্রাফের কাচের কোন অংশ আলোকে উন্মুক্ত থাকিয়া বিকৃত হইয়াছে এবং কোন অংশই বা অধিকৃত আছে, তাহ। করিতে পারি না। কোন পদার্থের জীণবিক-বিন্যাসের পরিবর্তন ধরিতে হইলে, ভাস্থার উপর অপর পদার্থের রাসাঞ্জিক কার্যক্ষ