পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দ্বিতীয় খণ্ড.djvu/৬৬৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Nobe তৰুে কি ন—তাহার নিয়োজিত একটিমাত্র অতএবের শরীরে এতাধিক বল-নাই যে, র্তাহার ঐ প্রকৃত মন্তব্য-কথাটির গুরুভার স্কন্ধে বহন করে। আমরা যেরূপ উত্তরোত্তর-ক্রমে “ভাবিতেছি’ হইতে আছি’তে নাবিলাম— প্রথম অতএবে ভর দিয়া ভাবনা হইতে জ্ঞানে নাবিলাম, দ্বিতীয় অতএবে ভর দিরা জ্ঞান হইতে ধীশক্তিতে নাবিলাম, তৃতীয় অতএব, ভর দিয়া ধীশক্তি হইতে ধীমান্‌ পুরুষের অস্তিত্বে নাবিলাম; এরূপ না করিলে (মন্তব্য-কথাটি খুলিয়া-খালিয়া না বলিলে) হয় এই —* ভাবিতেছি অতএব আছি” “ দেখিতেছি অতএব আছি ” “নাচিতেছি অতএব আছি” ইত্যাকাবু সমস্ত কথারই মূল্য সমান হইয়া দাড়ায়, আর, সেই-গতিকে দে-কর্তার মহাবাক্যটি সচ্ছিদ্র নৌকার দ্যায় জলমগ্ন হইয়া যায়। প্রশ্ন উঠিয়াছিল এই যে, আমরা যখন স্বাধীনতায় ভর করিয়া দাড়াই, তখন কি গায়ের জোরে স্বাধীনতায় ভর করি—অথবা আর-কোনো-কিছুর জোরে? এখন দেখিতেছি যে, ধীশক্তির জোরে আমরা স্বাধীনতায় ভর করিয়া দাড়াই। আমি-আছি’র বোধ হইতে স্বাধীনতার ভাব আপনা-আপনি আসিয়া পড়ে। , আসিয়া পড়ে এইরূপে : আমার আপনার অস্তিত্ব আমার আপনারই ধীশক্তির প্রভাবে সমর্থিত হয়, তদ্ব্যতীত অপর-কোনো-কিছুর শক্তির প্রভাবে সমর্থিত হয় না—আমি আছি’র সমর্থন-কাৰ্য্য আমার আপনারই ধীশক্তির অধীন, তদ্ব্যতীত আরকোনো-কিছুর অধীন নহে—সুতরাং আমি স্বাধীন । , বঙ্গদর্শন । [২য় বর্ষ, চৈত্র । এইরূপে আমরা স্বাধীনতায় ভর করিয়া দাড়াই বুদ্ধিক্ষেত্রে। কিন্তু তা ছাড়—আরএক ক্ষেত্র আছে;—সেটা হ’চ্চে ইঞ্জিয়ক্ষেত্র। ইঞ্জিয়-ক্ষেত্রেও আমরা পূর্কের ভায় তিন অতএবের সিড়ি ভাঙিয়া— কাৰ্য্য হইতে শক্তিতে এবং শক্তি হইতে সত্তাতে অবতরণ করি। এবারকার সোপানপদ্ধতি এইরূপ :– (১) দৰ্শন ইন্দ্রিয়-ক্রিয়া, অতএব “আমি দর্শন করিতেছি” বলিলেই বুঝায় যে, আলোকদ্বারা আমার চক্ষুরিক্রিয় উপরক্ত হইতেছে । (২) কাৰ্য্যমাত্রই শক্তিসাধ্য, অতএব “আলোকদ্বারা আমার চক্ষুরিক্রিয় উপরক্ত হইতেছে” বলিলেই বুঝায় যে, আলোকের উপরঞ্জনী শক্তি আমার চক্ষুরিত্রিয়ের উপরে কাৰ্য্য করিতেছে। (৩) শক্তিমাত্রই সত্তাশ্রিত, অতএব “আলোকের উপরঞ্জনী শক্তি কাৰ্য্য করিতেছে” বলিলেই বুঝায় যে, আলোক-পদার্থ आोटझ् । g এখানে একটি প্রশ্ন উঠতে পারে এই যে, দর্শনক্রিয়া আমার আপনারই ইঞ্জিয়ক্রিয়া । আমার আপনার ক্রিয়াতে আমার আপনারই অস্তিত্ব সপ্রমাণ হয়। অতএব ভাবনা-ক্রিয়াও cबभन, मर्शन-क्लिग्नां७ cऊभनि-श्हे ७धूকেবল আমার আপনার অস্তিত্বেরই সাক্ষ্যপ্রদান করে তা বই, অস্তিত্বের সাক্ষ্যপ্রদান ੋ না। স্বপ্নেতেও তো