পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দ্বিতীয় খণ্ড.djvu/৬৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Woo বঙ্গদর্শন । [ বৈশাখ। বৃথা। সে যাহা হউক, এই কবিতা-পুস্তকের শেষাংশে মাতৃসম্বোধনটি আমাদের সৰ্ব্বাপেক্ষা ভাল লাগিয়াছে। একটু উদ্ধৃত করি— “কিরণে শিশিরে কুসুমে ধান্তে তরুণ, অগ্নি মা ভরণি, অমৃতস্তনি ধরণি, ত্রিভুবন মনোহারিণি, অয়ি সুরধুনী-ধারিণি, শোভন শান্ত-উজ্জ্বল গুমি-ভূষণ, গগন-প্রান্তে লুষ্ঠিত নীল-বসন,— মমো নমে। মম জননি।” বঙ্কিমবাবুর ও সত্যেন্দ্রনাথবাবুর দুইটি কবিতার আভাস ও প্রতিধ্বনি ইহাতে থাকিলেও,এই মাতৃসম্বোধন মুন্দর হইয়াছে। নবীন কবিকে সৰ্ব্বাস্তঃকরণে আশীৰ্ব্বাদ করিতেছি । প্রেমলতা | সামাজিক উপন্যাস । স্নেহলতা-রচয়িত্রী প্রণীত। মুলা ১। পাচসিকা । এই উপন্যাসখানি বোধ করি ভক্তিমূলক ধৰ্ম্মের মাহাত্ম্য কীৰ্ত্তনের জন্তই লিখিত হইয়াছে। যাহারা ভক্তিকেই মুক্তির উপায় এবং আস্পদ বলিয়া মনে করেন, তাহার যে এই উপন্যাসে র্তাহাদের উপজীব্য অনেক -উপকরণ পাইবেন, তাহাতে সন্দেহ নাই । কিন্তু র্যাহার! উপহাসে ও কাব্যের সৌনর্য্য প্রত্যাশ করেন, তাহারা যে সৰ্ব্বাংশে প্রতিলাভ করিবেন না, তাহীতেও সন্দেহ নাই । স্ত্রীলোকের জন্তই হিন্দুর সংসার কেমন করিয়া ছারখার হইয়া বায়, আবার স্ত্রীলো কের জন্তই হিন্দু-সংসারের শৃঙ্খলা ও শাস্তি কেমন করিয়া সুরক্ষিত হয়, তাহা এই উপম্ভাসে অতি সুন্দরভাবে চিত্রিত হইয়াছে। এই পুস্তকের প্রধান দোষ, ভক্তি অসংযত চেষ্ট। ভক্তি-মাহাত্ম্য-কীৰ্ত্তন যে মন্দ জিনিষ, এমন কথা বলিতেছি না ; কিন্তু ভক্তি মাহাত্ম্য-কীৰ্ত্তনের জন্যই হউক, অথব্য অন্ত যে কোন মহৎ উদ্দেশু সাধনের জন্তই হউক, যাহা অসঙ্গত, যাহা অসস্তাবিত, তাহার অবতারণ। যে সাহিত্যসৌন্দর্ঘ্যের হানিজনক, ইহা বণিতেই হইবে । এই উপন্যাসখানি যেমন হইয়াছে, তাহাতেই ইহ বঙ্গায় উপন্যাসের মধ্যে অতি উচ্চ স্থান পাইবার যোগ্য । উল্লিখিত সংযমাভাব না ঘটিলে, ইহা সৰ্ব্বাঙ্গমুন্দর ও অনিন্দনীয় হইত। দৃষ্টান্ত লইয়া দেখা যাউক । প্রেমলতাই এই উপন্যাসের মুখ্য চরিত্র ; তিনিই নায়িক, তাহার নামেই পুস্তকের নামকরণ হইয়াছে। এই প্ৰেমলতা, পুস্তকের পুর্বভাগে সঙ্গত ও স্বাভাবিক ভাবেই চিত্রিত হইয়াছেন, কিন্তু শেষাংশে তিনি আর মামুয নাই, রূপকে পরিণত হইয়াছেন, অর্থাৎ সশরারী ভক্তি হইয়া দাড়াইয়াছেন । তদ্ব্যতীত, প্ৰেমলতায় ভক্তিমাহাত্ম্য সম্ভবাতিরিক্ত ও অতুলনীয় হইলেও, সমাজনীতি ও সামাজিক আদর্শের হিসাবে ‘বড় বউ’কে আমরা উচ্চতর ও সুন্দরতর চরিত্র মনে করি। প্রেমলতার জীবনপ্রণালীর কেহ অনুকরণ করিবে ন—তাহ সম্ভবও নহে, বাঞ্ছনীয় ও নহে। কিন্তু যে কোন গৃহিণী বড় বউয়ের আদর্শের অমুসরণ করিতে পারে, এবং করিলে যে সংসারের মুখ, শান্তি, পবিত্রতা বৃদ্ধি হয়, তাহাতে বিন্দুমাত্র সন্দেহ নাই। পুস্তক মাহাত্ম্য-কীর্তনের জন্ত অযথা আগ্রহ এবং খানি গৃহে গৃহে পঠিত হইবার উপযুক্ত। শ্ৰীচন্দ্রশেখর মুখোপাধ্যায়।