পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দ্বিতীয় খণ্ড.djvu/৬৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বঙ্গদর্শন। ~=44:3Xశiగā a-- নববর্ষের গান। —H·-- হে ভারত, আজি নবীন বর্ষে শুন এ কবির গান !— তোমার চরণে নবীন হর্ষে এনেছি পূজার দান ! এনেছি মোদের দেহের শকতি, এনেছি মোদের মনের ভকতি, এনেছি মোদের ধৰ্ম্মের মতি, এনেছি মোদের প্রাণ । এনেছি মোদের শ্রেষ্ঠ অর্ঘ্য তোমারে করিতে দান ! কাঞ্চন-থালি নাহি আমাদের, অন্ন নাহিক জুটে ! ! যা অাছে মোদের এনেছি সাজায়ে নবীন পর্ণপুটে । সমারোহে আজ নাই প্রয়োজন, দীনের এ পূজা, দীন আয়োজন, চিরদারিদ্র্য করিব মোচন চরণের ধূলা লুটে ! স্বর-স্থলভ তোমার প্রসাদ লইব পর্ণপুটে !