পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দ্বিতীয় খণ্ড.djvu/৭৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Webe রাজ্যরূপে পরিগণিত হইলেও, খৃষ্টীয় ষষ্ঠ শতাব্দীর মধ্যভাগে কাশ্মীর মালবসাম্রাজ্যের অধীন থাকিবীর পরিচয় প্রাপ্ত হওয়া যায় { হিয়ঙ্গের ভ্রমণকাহিনীতে বিক্রমাদিত্য মালবরাজ শীলাদিত্যের পূৰ্ব্ববৰ্ত্তী বলিয়া কথিত । রাজতরঙ্গিণীতে মালবরাজ বিক্রমাদিত্য-হর্ষ শীলাদিত্য-প্রতাপশীলের পিত৷ বলিয়া বর্ণিত। কহলণ-পণ্ডিতের মতে এই বিক্রমাদিত্য-হর্ষের শাসনসময়ে তাহার নিয়োগক্রমে কবি মাতৃগুপ্ত কাশ্মীরের সিংহাসনে সংস্থাপিত হইয়াছিলেন। তৎকালে কাশ্মীর স্বাতন্ত্র্যচু্যত হইয়াছিল বলিয়াই বোধ হয় । অতঃপর হিয়ঙ্গের ভ্রমণকালে কাশ্মীর পুনরায় স্বাধীনতালাভ করিয়া কাশ্মীরের বাহিরেও শাসনক্ষমতা বিস্তৃত করে, এবং নবরাজধানী সংস্থাপিত করিয়া রাজ্যশাসনে এ অগ্রসর হয় । এই সময়ে কোন ভূপতি কাশ্মীরের রাজসিংহাসন অলঙ্কত করিতেন, তাহা হিয়ঙ্গের গ্রন্থে স্পষ্টাক্ষরে লিখিত নাই । কিন্তু হিয়ঙ্গ ও কালণের গ্রন্থ সমালোচনা করিয়া অধ্যাপক ষ্টীন বলিয়াছেন—“কাশ্মীরাধিপতি দুর্লভ বৰ্দ্ধনের ৩৬বৎসরব্যাপী শাসনকালের মধ্যেই হিয়ঙ্গ তীর্থদর্শনে গমন করিয়া থাকিবেন।” * এই দুর্লভবদ্ধননামক কাশ্মীরাধিপতির পৌত্র মুক্তাপীড় ললিতাদিত্যের শাসনসময়ে কাশ্মীরের সহিত আর্য্যাবর্তের অন্যান্ত প্রদেশের সংঘর্ষ উপস্থিত হয় । তৎকালে মগধের সাম্রাজ্য বা মালবের সাম্রাজ্য হীনবল হইয়া পড়ায়, আর্য্যাবৰ্ত্তে কান্তকুজ, মগধ, গৌড়, কামরূপ अङ्कछि डिम्न लिङ्ग क्रूज गोश्वास्छान्न अङ्काशब्र

  • Introduction to Kalhana's chronicle of the р. 87.

বঙ্গদর্শন। [ੋਢੋਲੇ । সাধিত হইয়াছিল। খৃষ্টীয় অষ্টম শতাব্দীতে মুক্তাপীড় ললিতাদিত্য বাহুবলে দিগ্বিজয়ে বহির্গত হইয়া এই সকল রাজ্য জয় করিতে প্রবৃত্ত হন ।" - ললিতাদিত্যের দিগ্বিজয়বর্ণনাকালে কবি কহলণ প্রসঙ্গক্রমে গৌড়রাজ্যের উল্লেখ করিয়া গিয়াছেন। খৃষ্টীয় অষ্টম শতাব্দীতে গৌড় একটি স্বতন্ত্ররাজ্যরূপে পরিচিত থাকার কথা কাশ্মীরের ন্যায় দূরদেশেও সুবিজ্ঞাত ছিল । তৎকালে ললিতাদিতা কান্তকুন্ডেশ্বর বশোবন্মাকে পরাস্ত করিয়া, কলিঙ্গাভিমুখে ধাবিত হইবার সময়ে গৌড়ীয় গজসমূহ তাহার বাহিনীর সহিত সংযুক্ত হইবার পরিচয় প্রাপ্ত হওয়া যায়। ললিতাদিতা তাহা অর্থবলে বা উপঢৌকনস্বরূপ প্রাপ্ত হইয়া থাকিবেন । তিনি গৌড়জয় করেন নাই, অথচ গৌড়ের পশ্চিমস্থ কাদ্যকুজ ও পূৰ্ব্বস্থ কামরূপ জয় করিয়াছিলেন । এই বর্ণনা পাঠ করিয়া মনে হয়, তৎকালে গৌড়েশ্বরের সঙ্গে কাশ্মীরাধিপতির সৌহার্দ ংস্থাপিত হইয়া থাকিবে । এই সৌহার্গসুত্রে উত্তরকালে গৌড় ও কাশ্মীরে সংঘর্ষ উপস্থিত হইবার কথ। ব্লাজতরঙ্গিণীতে দেখিতে পাওয়া বায় । তাহ বিস্তৃতভাবে আলোচিত হওয়া আবশুক । দিগ্বিজয়ী মুক্তাপীড় ললিতাদিত্য পরিণতবয়সে নানা অত্যাচার-উৎপীড়নে কাশ্মীরের সিংহাসন কলঙ্কিত করিয়াছিলেন। গৌড়ীধিপতি কাশ্মীরে তীর্থদর্শনোপলক্ষে গমন করিবার পূৰ্ব্বে ললিতাদিত্যের স্বভাবের পরিচয় পাইয় তাহার সহিত সন্ধি