পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দ্বিতীয় খণ্ড.djvu/৯১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

br8 প্রসঙ্গে তিনি যে মৈথিলতাহা বলা হইয়াছে; এবং তাহার কবিতা পছারী’ বা ‘পছাড়ী’ নামে উল্লিখিত হইয়াছে, দেখিতে পাওয়া যায়। আরও নানারূপ অকাট্য প্রমাণই এ সম্বন্ধে যখন পাওয়া গিয়াছে, তখন আর এ বিষয়ে অধিক বলিবার আবশুক কি ? নাস্থ্যদেব বিষ্ণু ঠাকুর | “ಗಣ್ಣ ঠাকুর বঙ্গদর্শন। [ জ্যৈষ্ঠ । আমি মৈথিল পণ্ডিতের নিকট কবি বিদ্যাপতির একখানি বংশাবী সংগ্ৰহ করিয়াছিলাম, তাহাতে র্তাহার আদিপুরুষ হইতে কবি পৰ্য্যন্ত বংশাবলী বিবৃত আছে। সাধারণের অবগতির জন্ত তাহ নিয়ে উদ্ধৃত করিয়া দিতেছি ঃ– | সন্ধিবিগ্রহিক শিবাদিত ঠাকুর | গণেশ্বর রাজবল্লভাদিত্য ঠাকুর – TIT | জtটশ্বর হরদিতা লক্ষীশ্বর শুভদত্ত | | বীরেশ্বরপদ্ধতি-প্রশেত ধ"রেশ্বর বীরেশ্বর | - - রামদত্ত উপাধ্যায় চণ্ডেশ্বর – – |- | কীৰ্ত্তি ঠাকুর জয়দত্ত ঠাকুর –––– | - . حا গৌরীপতি ঠাকুর গণপতি ঠাকুর দ্যায়সুৰ্য্যালোকপ্রদীপ্ত পণ্ডিতজননী মিথিলায় বিদ্যাপতির পূর্বপুরুষগণের পাণ্ডিত্য খ্যাতি ছিল। শিবাদিত্য ঠাকুরমহাশয়ের উপাধি হইতে বুঝিতে পারা যায় যে, তিনি রাজমন্ত্রীর কার্য্য করিতেন এবং রাজনীতিবিদ্যায় তিনি বিশেষ পারদর্শী ছিলেন। ঐ সময় কর্ণাটীয় হরিদেবসিংহ মিথিলীর রাজা ছিলেন। ইনি রাজা শিবসিংহাদির বংশীয় নহেন । তবে মিখিলা রাজ্য নানা গোলযোগের পর কামেশ্বর নামে একজন ব্রাহ্মণেয় হস্তে আইসে । র্তাহার বংশই বিদ্যাপতির সময় মিথিলায় ছিলেন। বিদ্যাপতির পূর্ব পুরুষ বীরেশ্বরের কৃত বীরেশ্বরপদ্ধতি একখানি প্রামাণিক পুস্তক। তৎপুত্র চণ্ডেশ্বর-ঠাকুরেরও দুই রাজকবি বিদ্যাপতি ঠাকুর। খানি ( বিবাদ রত্নাকর এবং কৃত্যচিন্তামণি ) পুস্তক মিথিলায় দেখিতে পাওয়া যায় এবং তাহা হইতে জানিতে পারা যায় যে, চণ্ডেশ্বর ১২৩৬ শকে ঐ পুস্তকদ্বয় বা তাহীদের কোন একখানি প্রণয়ন করেন। র্তাহার সমসাময়িক এবং তাহার খুল্লতাতপুত্র রামদত্ত উপাধ্যায় মহাশয়ও কৰ্ম্মপদ্ধতি নামে এক খানি পুস্তক প্রণয়ন করিয়াছিলেন। ইহারা উভয়েই বিদ্যাপতির খুল্ল প্রপিতামহ। কৰ্ম্মাদিত্য-ঠাকুরের সময়েই প্রথম ইহার মিথি লায় আগমন করেন। মহারাজ কীৰ্ত্তিসিংহের সভাতেই কবি বিস্কাপতির প্রথম রাজসভাধিষ্ঠানের আরম্ভ । সে সময় তিনি নিশ্চয়ই নবীনবয়স্ক ছিলেন । কীৰ্ত্তিসিংহের অল্পকাল রাজত্বের পর মহারাজ