পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দ্বিতীয় খণ্ড.djvu/৯৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আয় দুঃখ, আয়। ( > ) আয় দুঃখ, আয় ! হৃদয়-কমলাসনে, বসাইব সযতনে, প্রতিপুষ্প দিব তব উপহার পায় ; আয় দুঃখ, আয় ! বিরহ-মথিত সুধা মিটাইবে তল ক্ষুধা, লাগিবে নয়ন-জল তব অর্চনায় ; আয় দুঃখ, আয় ! ( २ ) সাধিয়া দেখেছি সুখ, ভরে না তাহার বুক, জীবন যৌবন দিয়ে তবু না কুলায়, তবু হায়, হায় ! সৰ্ব্বস্ব করিয়া পণ, পাই নাই তার মন, চির-অপরাধি মত নত তার পায় ! অtয় দুঃখ, আয় ! ( ৩ ) বুকের শোণিত পিয়ে, কি গেল আমারে দিয়ে ? রেখে গেল চিরদিন ব্যাকুল ব্যথায়,— চির পিপাসায় ! দীপ্তি নিয়ে গেল মুখ, ধূমিত নিৰ্ব্বাণমুখ— প্রদীপের মত করি রাখিয়া আমায় ; অায় দুঃখ, আয় ! ( 8 ) চাহি না ক্ষণিক আলো, চির অন্ধকার ভালো, বিশ্বব্যাপী প্রেমে তার সব ডুবে যায় ; . আলো কেবা চায় ?