পাতা:বঙ্গদর্শন নবপর্যায় পঞ্চম খণ্ড.djvu/২৯১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

R.brbr অপমানের মূল্যে আশু ফললাভের উৎবৃত্তিকে অস্তরের সহিত অবজ্ঞা করিতে পারিব । আজ একটি আকস্মিক ঘটনায় সমস্ত বাঙালিকে একই বেদনায় আঘাত করাতে আমরা বেন ক্ষণকালের জন্তও আমাদের এই স্বদেশের অন্তর্যামী দেবতার আভাস পাইয়াছি । সেইজন্ত যাহার কোনোদিন চিন্তা করিত না, তাহfর চিন্ত করিতেছে ; যাহারা পরিহাস করিত, তাহার স্তব্ধ হইয়াছে ; যাহার কোনো মহান সঙ্কল্পেরদিকে তাকাইয়া কোনোরূপ ত্যাগস্বীকার করিতে জানুত ন, তাহারাও যেন কিছু ঈমুবিধা ভোগ করিবার জন্ত উদ্যম অনুভব করিতেছে এবং যাহারা প্রত্যেক কথাতেই পরের দ্বারে ছুটিতে ব্যগ্র হইয়া উঠিত, তাহারাও আজ কিঞ্চিং দ্বিধার সহিত নিজের শক্তি সন্ধান করিতেছে । একবার এই আশ্চৰ্য্য ব্যাপারটা ভাল করিয়া মনের মধ্যে অনুভব করিয়া দেখুন। ইতিপূৰ্ব্বে রাজার কোনো অপ্রিয় ব্যবহারে বা কোনো অনভিমত আইনে আঘাত পাইয়া আমরা অনেকবার অনেক কল্পকৌশল, অনেক কোলাহল, অনেক সভা আহবান করিয়াছি, কিন্তু আমাদের অন্তঃকরণ বল পায় নাই, আমরা নিজের চেষ্টাকে নিজে সম্পূর্ণ বিশ্বাস করি নাই, এইজন্য সহস্ৰ অভু্যক্তিারাও -রাজার প্রত্যয় আকর্ষণ করিতে পারি নাই, দেশেরও ঔদাসীন্য দূর করিতে পারি নাই। আজ আসন্ধু বঙ্গবিভাগের উদ্যোগ বাঙালির পক্ষে পরম শোকের কারণ, হইলেও এই শোক আমাদিগকে নিরুপার অবস্tদে অভিভূত করে নাই। বস্তম্ভ বেদনার মধ্যে আমরা একটা আনন্দই অনুভব बछल्लकॉम । [ ৫ম বর্ষ, আশ্বিন করিতেছি। আনন্দের কারণ, এই বেদনার মধ্যে আমরা নিজেকে অনুভব করিতেছি,— পরকে খুজয় বেড়াইতেছি না। আনন্দের কারণ, আমরা আভাস পাইয়াছি আমাদের নিজের একটা শক্তি আছে, সেই শক্তির প্রভাবে আজ আমরা ড্যাগ করিবার, দুঃখভোগ করিবার পরম অধিকার লাভ করিয়ছি। আজ আমাদের বালকেরাও বলি তেছে—পরিত্যাগ কর, বিদেশের বেশভূষা, বিদেশের বিলাস পরিহার কর—সে কথা শুনিয়া বুদ্ধেরাও তাহাদিগকে ভৎসনা করিতেছে না, বিজ্ঞেরাও তাহাদিগকে পরিহাস করিতেছে না ;—এই কথা নিঃসঙ্কোচে বলিখার ७१९ ७झे कथा निरठक * श्हेब्रl खनिवांब्र नल আমরা কোথা হইতে পাইলাম ! মুখেই হউৰু আর দুঃথেই হউকু, সম্পদেই হউক আর বিপদেই হউকৃ, হৃদয়ে হৃদয়ে যথার্থভাবে মলন ইলেই যাহার আবির্ভাব আর মুঙ্গাল গোপন থাকে না, তিনি আমাদিগকে বিপদের দিনে এই বল দিয়াছেন,—ছঃখের দিনে এই আনন্দ পিয়াছেন । আজি দুর্যোগের রাত্রে যে বিদ্যুতের আলোক চকিত হইতেছে, সেই আলোকে যদি আমরা রাজপ্রাসাদের সচিবদেরই মুথম গুল দেখিতে থাকি ভাম তবে আমাদের অস্তরের এই উদার উদ্যমটুকু কথলই থাকিত না । এই আলোকে আমা" দের দেবালয়ের দেবতাকে, আমাদের ঐক্যাধিষ্ঠাস্ত্রী, অভয়াকে দেখিতেছি--সেইজষ্ঠই আজ আমাদের উৎসাহু এমন সঙ্গীৰ হইয় উঠিল। সম্পদের দিন নছে, কিন্তু সঙ্কটের দিনেই বাংলাদেশ আপন হারের মধ্যে এই প্রা" লাভ করিল। ইহাতেই বুদ্ধিতে হইবে, ঈশ্বরের