পাতা:বঙ্গদর্শন নবপর্যায় পঞ্চম খণ্ড.djvu/৩০০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

झर्छ ज९थT । ] প্রেমের কামনা । R్స \ు) যত দেখি, রূপ তত উথলে নয়নে ; প্রেম যেন মুর্ত হ’য়ে, আছে তারি রূপ ল’য়ে, তাই সে আনন্দচ্ছবি সদা জাগে মনে, প্রীতির নিঝর ঝরে তার দর্শনে । 8 চিরপরিচিত কোন সঙ্গীত মধুর,— যেমন পাগল করে, যেমন মানস হরে, তেমনি সে রূপে বুঝি আছে কোন সুর, তিরপিত করে মোর পরাণ বিধুর। Ot যেমন বিশ্বের আলো, বাতাস যেমন, তেমনি গো রূপ তার ব্যাপি’ মোর চারিধার, ভেমনি উদার আর প্রশান্ত তেমন, ভাই ভালবাসি তায় থাকিতে মগন । o جية - সাধ যায়—ফুল হ’য়ে হই উপচার ; ফুটে থাকি তারি তরে, ভেমনি আনন্দ ভরে ; আপনারে করে রাখি পূজা-উপহার, তাতেই কৃতাৰ্থ করি জীবন আমার । শ্ৰীগিরিজালথ মুখোপাধ্যায় ।