পাতা:বঙ্গদর্শন নবপর্যায় পঞ্চম খণ্ড.djvu/৪৪৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

888 दक्रमणमि । , [ ৫ম বর্ষ, পেীৰ তখনি উঠিয়া গেলেম ছুটির, দেখিন্থ-কে মোর আগল টুটির । ঘরে ঘরে যত ঘরার জালান সকলি দিয়েছে খুলিয়া — আকাশ-বাতাস ঘরে আসে মোর বিজয়পতাকা তুলিয়া ! হুে বিজয়ি বীর অজানা, কখন ষে তুমি জয় করে যাও কে পায় তাহার ঠিকানা । আমি ঘরে বাধা ছিন্থ, এবার আয়ারে আকাশে রাখিলে ধরিয়া দৃঢ় করিয়া। সব বাধা খুলে দিয়ে মুক্তিবাধনে বাধিলে আমারে হরিয়া দৃঢ় করিয়া । রুদ্ধত্বয়ার ঘরে কতবার খুজেছিল মন পথ পালাবার এবার তোমার আশাপথ চাহি বসে রব খোলা দুয়ারে,— তোমারে ধরিতে হইবে বলিয়া . ধরির রাখিব আমারে। হে মোর পরাণবধু হে— কথন যে তুমি দিয়ে চলে যাও পরাণে পরশমধু হে।