পাতা:বঙ্গদর্শন নবপর্যায় পঞ্চম খণ্ড.djvu/৬১৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Eðv ৰঙ্গদর্শম । ৫ম বর্ষ, চৈত্র । ১ . জোড়া ৪৯ নং ধুতি প্রস্তুত করিতে তাহার জোগানে ৫ দিন লাগে, সে ৩ মোড়া স্থত, প্রতি মোড়া ০/০ মান। হিসাবে ... " @ 象 @ : «Ve মাড় ইত্যাদি به ار রঞ্জীন স্থতার কিন্ত অতিরিক্ত ه/وه জোগানখরচা ( প্রতি জোড়ার খরচ গড়ে ) ピ"_ ه/tloلا প্রতি চড়নে ৪ হইতে ১২ জোড়। ] পর্যন্ত কাপড় বুনানি হয়। নুনকরে ৪ জোড়ার স্বতার বর্তমান নিয়মে পাট করিতে ৪ দিন বা দিন লাগিতে পারে। পল্লিগ্রামে কারিকরের বাড়ীতে স্থত দিলে মোড। প্রতি ২১ e | <১৫ খরচে স্থত পাট হয়। তদভাবে ৪/৫ টাকা বেতনে কারিকরের বালক ও পাওয়া যায় । আমরা এস্থলে ৭॥• টাকা হিসাবে বেতন ধরিলাম । | প্রতি জোড়া কাপড় ২২ টা কা ( আমাদের এখানে ২।৩ বিক্রয় হইতেছে)। ২২ টাকায় বিক্রয় হইলে জোড়া প্রতি ty• আনা অর্থাৎ মাসিক ১১॥০/১২ টাকা থাকিতে পারে । কিন্তু পাকা কারিকর না হইলে দৈনিক ১ জোড় বুনিতে পারে না। দৈনিক ওখান প্রমাণ রেপার প্রস্তুত হইয়া থাকে। “ তিনখান রেপার পুস্তুত করিতে ৪ মোড়া স্থতা লাগে, প্রতি মোড়ার দ ৭ - আনা হিসাবে २x সুতার অতিরিক্ত রং এবং মাড় খরচ ● 象 爱 嫁登 金 ةلو ৭ জোড়া রেপার এক চড়নে হয়, হিসাৰে |S o t "stاه لاره প্রতি জোড়া রেপার ২॥e হিসাবে বিক্রয় হইলে তিনখানার দাম ওদ, তাহ হইলে দৈনিক ১/১০ পয়সা অর্থাৎ মাসিক ৩২৮/৪ অীনা আয় হইতে পারে। উল্লিখিত নিয়মে বস্ত্র ও রেপার বুনানির গড় ধরিলে মাসিক ২২•৷২৩ টাকা আয় হইতে পারে। কিন্তু অনবরত বুনানি সমানভাবে চলে না এবং কারিকরকেও জোগানের কাজ দেখিয়া লই’ে হয় । সেজন্য উক্ত আয় অপেক্ষ কিছু কম দাড়াইবে। রেপার ৩/৪ মাসের বেশী কাইতি হয় না বলিয়া কারিকরের L.পি আয় করিতে পারে না । কিন্তু অবস্থাপন্ন ব্যক্তির পক্ষে উক্ত নিয়মে আয় করা অসম্ভবু নহে। প্রবন্ধলেখক বলেন, তাতের খুলিয়া অনর্থক ছাত্রগণকে প্রলুদ্ধ করা হইতেছে। কিন্তু ভদ্রসস্তানদের পক্ষে ইহ আদে উপযোগী হইবে না, বরং বেঃ | বেতন দিয়া তাঁতীদের দ্বারা ছোট ছোট কারখানা খোলাই ভাল, সেজন্ত আরব্ধ পদ্ধতির “মূলেই ভুল।” আমাদের স্থলদৃষ্টিতে কিন্তু মূলে কোন ভুল দেখিতে পাইতেছি না। আমরা “পাঠশালা” খুলিয়৷ ছাত্রগণকে প্রলুদ্ধ করিবার অপরাধে দুষ্ট হইয়াছি বলিয়া, দোষক্ষালনের জন্য :ে ঐরূপ বলিতেছি, তাহা -হে । আমরাও ছোট cats oftotal (Handloom ) offixt; আবশ্যকতা বিশেষ অনুভব করিতেছি এবং তজন্ত চেষ্টাও হইতেছে। কেবলমাত্র মূল ধন হইলেই যে ব্যবসায় হয়, এই ধারণ নিতান্ত ভ্ৰমাত্মক ।