পাতা:বঙ্গদর্শন নবপর্যায় প্রথম খণ্ড.djvu/১২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয়-সংখ্যা । ] নিজের ঘরের অস্থৰ্য্যম্পশ্যা কুলললনাসল্লছজ অপর পুরুষের নেত্রপথবৰ্ত্তিনী হইবেন, ইহা অনেকেরই অসহ্য হইয়াছিল। কথিত আছে, রাজপুতকুলতিলক প্রতাপসিংহের নিকট যখন আকৃবর সন্ধিপ্রস্তাব করিয়া পাঠান, তাহাতে খুশ রোজ উৎসবে নিজের অন্তঃপুরবাসিনীদের উৎসবে যোগ দিতে দিবেন, এ সর্ত থাকায়, সেই বীরকেশরী অধিকতর ক্রোধাম্বিত হইয়া সন্ধিপত্র ছিড়িয়া ফেলেন । স্ত্রীলোকদের এই বাজারের পর, পুরুষদের এই ‘ফ্যান্সি বাজার’ বসিত। উহার বিশেব কিছু বর্ণনা করিবার নাই। ইহাতে যে সব দ্রব্য বিক্রীত হইত, তাহার তালিকা পূৰ্ব্বে দিয়াছি। যে সমস্ত লোকের দরবারে চোখের চোখের বালি । し”> আশা যতগুলা লাইনে চোখ বুলাইয়াছিল, দেখাইয়া দেয়। মহেন্দ্র ক্ষুঃস্বরে বলে— ঈেঃ! এতটা পড়িতে পারিয়াছ ? আমি কতটা তত্ত্বাবধচ দেখিবে ?” বলিয়া তাহার ডাক্তারী তাও, সম্রা একটা অধ্যায়ের শিরোনামাটুকু প্রতিরুদ্ধ না হইয়া,!—আশা বিস্ময়ে চোখ দেখাইতে,—স্বীয় দুঃখ,"তবে এতক্ষণ কি পারিত। বাদশাহ অবস্থা র চিবুক ধরিয়া সাধু বিক্রেতাদিগকে পুরস্কার ভতছিলাম, অসৎ বিক্রেতাদিগকে শাস্তি দিতেন ।সেই স্থলেও সওদাগরের জিনিষ বেচিয়া পচুর লাভ করিত । সম্রাট বিক্রীত দ্রব্যের মূল্যাদি সম্বন্ধে তদারক ও মূল্যাদির হিসাব রাখিতে স্বতন্ত্র কোষাধ্যক্ষ প্রভৃতি কৰ্ম্মচারী রাখিয়াছিলেন। শ্ৰীবীরেশ্বর গোস্বামী । বালি دمنسجتمع عبة عين جيتنج يي سيت مصاصيص ( & কিছুকাল অনাবৃষ্টিতে বে শস্যদল শুষ্ক পীতবর্ণ হইরা আসে, বৃষ্টি পাইবামাত্র সে আর বিলম্ব করে না ; হঠাৎ বাড়িয়া উঠিয়া দীর্ঘকালের উপবাসদৈন্য দূর করিয়া দেয়, জব্বলনতভাব ত্যাগ করিয়া শস্যক্ষেত্রের মধ্যে আসঙ্কোচে অসংশয়ে আপনার অধিকার উন্নত ও উজ্জ্বল করিয়া তোলে, আশার সেইরূপ হইল। . যেখানে তাহার রক্তের সম্বন্ধ ছিল, শেখানে সে কখনে। আত্মীয়তার দাবী করিতে পায় নাই ; আজি পরের ঘরে আসিয়া সে যখন বিনা প্রার্থনার এক নিকটতম সম্বন্ধ এবং নিঃসন্দিগ্ধ অধিকার প্রাপ্ত হইল, যখন সেই অযত্নলালিতা অনাথার মস্তকে স্বামী স্বহস্তে লক্ষ্মীর মুকুট পরাইয়া দিলেন, তখন সে আপন গৌরবপদ গ্রহণ করিতে লেশমাত্র বিলম্ব করিল না, —নববধূযোগ্য লজ্জাভয় দূর করিয়া দিয়া সৌভাগ্যবতী স্ত্রীর মহিমায় মুহূর্তের মধ্যেই