পাতা:বঙ্গদর্শন নবপর্যায় প্রথম খণ্ড.djvu/১৭২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্থসংখ্যা । ] অশোকের কালনিরূপণ। ➢ዓ » গ্ৰীক সৈন্তদিগকে পরাস্ত করিয়া সিন্ধুনদপ্রবাহিত প্রদেশ অধিকারের চেষ্টা করেন।" আলেক্সান্দার, ইউডিমস ও তক্ষশিলকে পঞ্জাবশাসনের ভার দিয়া যান । ৩২৩ খৃষ্টপূৰ্ব্বাৰে আলেকুলান্দারের মৃত্যুর পর ইউডিমস নিজে স্বাধীন রাজা হইবার চেষ্টায়, তাহার সেনাপতি ইউমেনিসের দ্বারা পুরুরীজকে হত্য। করেন। কাহারও মতে সাঞ্জোকোত্তাসও এই হত্যাকাণ্ডে লিপ্ত ছিলেন। ৩১৭ খৃঃ পূৰ্ব্বাব্দে ইউডিমস্ সেনাপতি ইউমেনিসের সাহাষ্যার্থ ৩ হাজার পদাতি, ৪ হাজার অশ্বারোহী ও প্রায় ১২০টি হস্তী লইয়। গবিনি-রণক্ষেত্রে আসিয়া উপস্থিত হন। এই অবকাশে ‘সাজোকোত্তাস্ জাতীয় স্বাধীনতা উদ্ধারের জন্ত দেশীয় সামন্তবর্গকে উত্তেজিত করিয়া গ্ৰীকদিগকে ভারত হইতে বিতাড়িত ও পঞ্জীব অধিকার করেন। আলেক্সান্দার ভারতসীমাস্তপ্রদেশস্থিত যে জনপদসমূহ প্রিয় সেনানী সিলিউকসের হস্তে অর্পণ করিয়াছিলেন, সাক্সোকোত্তাস্ সে সমস্তও জয় করিয়া লইলেন । &াবে লিথিয়াছেন, “অল্পদিন পরেই সিলিউকস্ নিকেনর পুনরায় গ্রীকৃরাজ্য-স্থাপনাশার সান্দ্রোকোত্তালের সহিত যুদ্ধ করিতে প্রস্তুত ইন। পরে সমরক্ষেত্রে যুদ্ধের স্ববিধা কইবে না ভাবিয়া, তাহার সহিত মিত্রভাপাশে আবদ্ধ হইলেন।’ মেগেস্থিনিস লিথিয়াছেন, সিলিউকস্ সাজোকোত্তাসকে আপন কস্তা সম্প্রদান করিয়াছিলেন। তিনি পাটলিপুত্রে অধিষ্ঠিত হইলে সিলিউকসের আদেশে গ্ৰীকৃদূত মেগেস্থিনিস পাটলিপুত্রের রাজসভায় উপস্থিত ছিলেন । , পাশ্চাত্য গ্ৰীকৃ ঐতিহাসিকগণের উক্ত বিবরণ পাঠ করিলে, অশোককেই উক্তঘটনাবলীর নেতা বলিয়া মনে হয় । অশোকের প্রথম বয়সের নির্দয়প্রকৃতি, কুটনীতি, দলবলসংগ্রহ, ভক্ষশিলায় গমন, তথায় প্রতিপত্তিস্থাপন, জ্যেষ্ঠভ্রাতাকে ফাকি দিয়া রাজ্যগ্ৰহণ ইত্যাদি বিধয় আলোচনা করিলে, গ্ৰীকবর্ণিত দম্পতি সন্দ্রোকোত্তাসের झदिशे भएम झम्न । হিন্দু, বৌদ্ধ ও জৈন, এই ত্ৰিবিধ সম্প্রদায়ের গ্রন্থে চাণক্যই চন্দ্র গুপ্তের রাজ্যপ্রাপ্তির মূল বলিয়া বর্ণিত হইয়াছে। র্তাহার প্রভাব পঞ্জাব হইতে বঙ্গ পর্যন্ত সৰ্ব্বত্র প্রসিদ্ধ ছিল। সৰ্ব্বজনপরিচিত চাণক্যের নাম পৰ্য্যন্তও কোন গ্রীক ঐতিহাসিক উল্লেখ করেন নাই । বিশেষত এই চন্দ্রগুপ্তের সহিত যদি গ্রীকরমণীর বিবাহ হইত এবং ইহার সভায় যদি গ্রীকদূত অবস্থান করিতেন, তাহা হইলে কি সেই গ্রীকদূত কখন চাণক্যের নাম ছাড়িয়া যাইতেন ? এতদ্বারা স্পষ্ট মনুমিত হয় যে, গ্রীক বর্ণিত, ‘সান্দ্রোকোত্তাস্ ও চাণক্যপালিত ‘চন্দ্রগুপ্ত’ উভয়ে বিভিন্ন ব্যক্তি। আরও দিওদোরাসের পূৰ্ব্বোস্থত বাক্যাবলী হইতে ইহাও সমর্থিত হইতেছে যে, আলেক্সান্দারের সময় চান্দ্রমস ( Xandrames ) &ttg q& &fq1 *ğভারতে আধিপত্য বিস্তার করিয়াছিলেন। 事 Justinus. XV. 4. * Diodorus. XIX. 5. 3 Justinus. XV. C. 4.