পাতা:বঙ্গদর্শন নবপর্যায় প্রথম খণ্ড.djvu/১৭৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্থসংখ্যা । ] অশোকের কালনিরূপণ। ుళ్మిల ब्रांखांनेि८ग्रंञ्च नशबांध ब्रांषिाठन ७द१ श्वन्द्वैপ্রচারার্থ তাহাদের রাজ্যে লোক পাঠাইয়াছিলেন। তাহার অমুশাসনলিপি হইতে ইহা আমরা জানিতে পারি। পূৰ্ব্বে লিখি, য়াছি যে, ডিসি রাজত্বের ১৩শ বর্ষে যে অমুশাসন প্রচার করেন, তাছাত্তে অস্তিওক, তুরময়, অস্তিকিনি, মক ও অলিকসুদর, এই পাচজন বোন- ( গ্ৰীক ) রাজের উল্লেখ আছে। এই পাঁচজন যবনৰুপতিই সম্রাট, অশোকের সমসাময়িক । এই পাচজনের প্রকৃত আবির্ভাবকাল স্থির হইলে, অশোকের প্রকৃত কালনির্ণয়ে আর কোন গোল থাকিবে না । গ্রীসের প্রাচীন ইতিহাসে উক্ত পঞ্চ যবনরাজের পরিচয় ও কাল এইরূপ প্রদত্ত হইয়াছে — efse* ( Antiochus 1.)—èfà সিলিউকসের পুত্র, সিরীয়রাজ ও এলিয়ারাঞ্জ বলিয়া গণ্য । ২৯১ খৃঃ পূঃ অব্দে মৃত্যু। রাজ্যকাল ৩১-—২৯১ খৃষ্টপূৰ্ব্বাঙ্গ । `ङ्नभग्न ( Ptolemoeus Lagus )– টলেমী-ফিলাডেলফাসের পিও, ইজিপ্তের রাজা, ২৮৪ খৃঃ পূঃ মৃত্যু। রাজাকাল ৩২৩ -ર 8 સુઃ જૂઃ । sfgfsfa (Antigonus)-stantসন্দিারের প্রসিদ্ধ সেনাপতি, প্রস্তুর মৃত্যুর কয়েক বর্ষ পরে পাম্ফাইলিয়া, লাইসিয়া প্রভৃতি স্থানের রাজা হন। ৩৯১ খৃঃ পূৰ্ব্বাঙ্গে তাছার মৃত্যু হয়। w* (Magus)—*fèfùra , (Cyrene) একজন প্রসিদ্ধ রাজা। ২৫৭ খৃঃ পূঃ তাহার गृफू" श्छ । ब्रॉलJकांश ७०१-२¢१ : 1 অলিকস্থদর (Alexander)–এপিরাসের প্রসিদ্ধ রাজা। মহাবীর আলেক্সান্দারের মাতুল ও ওলিম্পিয়ার সহোদর । আলেক্‌সান্দারের মৃত্যুর কিছুকাল পরে রাজা হন। এখন দেখিতে হইবে, উক্ত পাচজন রাজা একত্র কোন সময়ে জীবিত ছিলেন। দেখা যাইতেছে যে, উক্ত পাচজনের মধ্যে Vifsfæfzt (Antigonus) o»» খৃঃ পূৰ্ব্বাদে গতাস্থ হইয়াছিলেন এবং মক (Magus ) ৩০৭ খৃষ্টপূৰ্ব্বাবে রাজ্যারোহণ করেন ; স্বতরাং ৩০৭ হইতে ৩০১ খৃষ্টপূৰ্ব্বাদের মধ্যে আমরা উক্ত পাচজন যবনরাজকেই জীবিত দেখিতে পাই । তাহা হইলে ঐ সময়ে অশোক প্রিয়দর্শীও, রাজত্ব করিতেছিলেন, সন্দেহ নাই। পূৰ্ব্বেই উল্লেখ করিয়াছি যে, ৩১৭ খৃঃ পূৰ্ব্বাৰে ইউডিমস ওসিলিউকসের অধীন পঞ্জাব ও সীমাস্তবত্তী সমুদায় ভূভাগ গ্রীকদিগের হস্ত হইতে বিচু্যত হইয়াছিল, ইহারই কিছুকাল পরে অশোক পাটলিপুত্রে পিতৃসিংহাসন অধিকার করেন। সস্তবত প্রায়৩১৬–৩১৫ খৃঃপূৰ্ব্বাবে তাহার সিংহাসনলাভ, ৩১২—৩১১ খৃঃ পূঃ তাহার অভিষেক এবং ৩.৩—৩০২ খৃঃ পূঃ পঞ্চযবন নৃপতির নামসংবলিত তাহার অনুশাসনলিপি উৎকীর্ণ ङ्हेंब्रांछ्णि * শ্ৰীনগেন্দ্রনাথ বসু ।

  • दिइएकां८ष *ख्रिब्रह्नौ'.श्रृंका क्सूिड विबम्र१ जड़ेश ।