পাতা:বঙ্গদর্শন নবপর্যায় প্রথম খণ্ড.djvu/১৯০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্থসংখ্যা । ] রাখিয়া ঋণ স্বীকার করিতে প্রস্তুত আছি । উপনিষদের ব্রহ্ম, শঙ্করের মায়া ও বুদ্ধের নিৰ্ব্বাণ শব্দ ইংরাজিরচনার প্রায় ভাষান্তরিত হয় না, এবং না হওয়াই উচিত । রেন বলেন, প্রাচীনকালে ’নেশন ছিল না । ইজিপ্ট, চীন, প্রাচীন কালডিয়া, নেশন • জনিত না। আসিরিয়, পারসিক ও আলেকজাণ্ডারের সাম্রাজ্যকে কোন নেশনের সাম্রাজ্য বলা যায় না । রোমসাম্রাজ্য নেশনের কাছাকাছি গিয়াছিল। কিন্তু সম্পূর্ণ নেশন বাধিতে না বাধিতে বৰ্ব্বল্পজাতির অভিঘাতে उांश उांडिब्र प्लेकूद्रा रुहेब्रा cशण । ७हे সকল টুকুর বহুশতাব্দী ধরিয়া নানাপ্রকার সংঘাতে ক্রমে দানা বাধিয়া নেশন হইয়া দাড়াইয়াছে, এবং ফ্রান্স, ইংলণ্ড, জৰ্ম্মাণি ও রাশিয়া সকল নেশনের শীর্ষস্থানে মাথা তুলিয়াছে । কিন্তু ইহার নেশন কেন ? স্বই জর্লাগু, তাহার বিবিধ জাতি ও ভাষাকে লইয়া কেন নেশন হইল, অষ্ট্ৰীয়া কেন কেবলমাত্র রাজ্য হইল, নেশন হইল না ? কোন কোন রাষ্ট্রতত্ত্ববিদ বলেন, निनप्नब्र भून ब्राजा । ८कान बिजद्रो दौब्र প্রাচীনকালে লড়াই করিয়া দেশ জয় করেন, এবং দেশেয় লোক কালক্রমে ७शt छूणिब्रा यांग्र ; cनहे ब्रॉअबश्न কেন্দ্ররূপী হইয়া নেশন পাকাইয়া তোলে। ংলও, স্কটলও, জালও, পূৰ্ব্বে এক दिगन, डाशय्नब ७क इश्वाब्र काब्रभ७ दिन, ब्राजांब अठारन जरब उाशब्रा সাহিত্য-প্রসঙ্গ । >brふ এক হইয়া আসিয়াছে। নেশন হইতে ইটালির এত বিলম্ব করিবার কারণ এই যে, তাহার বিস্তর ছোট ছোট রাজার মধ্যে কেহ একজন মধ্যবৰ্ত্তী হইয়া সমস্ত দেশে ঐক্যবিস্তার করিতে পারেন নাই। কিন্তু এ নিয়ম সকল জায়গায় খাটে নাই। যে স্বইজবুলাগু, ও আমেরিকার ঘুনাইটেড ষ্টেট্স্ ক্রমে ক্রমে সংযোগসাধন করিতে করিতে বড় হইয়। উঠিয়াছে, তাহারা ত রাজবংশের সাহায্য পায় নাই । রাজশক্তি নাই নেশন আছে, রাজশক্তি ধ্বংস হইয়া গেছে নেশন টিকিয়া আছে, এ দৃষ্টান্ত কাহারে অগোচর নাই । রাজার অধিকার সকল অধিকারের উচ্চে, এ কথা এখন আর প্রচলিত নহে ; এখন স্থির হইয়াছে, ন্যাশনাল অধিকার রাজকীয় অধিকারের উপরে। এই ন্যাশনাল অধিকারের ভিত্তি কি, কোন লক্ষণের দ্বারা তাহাকে চেনা যাইবে ? অনেকে বলেন, জাতির অর্থাৎ raceএর ঐক্যই তাহার লক্ষণ। রাজা, উপরাজ ও রাষ্ট্রসভা কৃত্রিম এবং অধ্রুব,—জাতি চিরদিন থাকিয়া যায়, তাহারই অধিকার খাটি । কিন্তু জাতিমিশ্রণ হয় নাই য়ুরোপে এমন দেশ নাই। ইংলণ্ড, ফ্রান্স, জৰ্ম্মাণি, ইটালি, কোথাও বিশুদ্ধ জাতি খুজিয়া পাওয়া যায় না, এ কথা সকলেই জানেন । কে টিউটনকে কেন্ট, এখন তাহার মীমাংসা করা অসম্ভব। রাষ্ট্রনীতিতন্ত্রে জাতিবিশুদ্ধির কোন খোজ রাখে না ।