পাতা:বঙ্গদর্শন নবপর্যায় প্রথম খণ্ড.djvu/২০৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চম-সংখ্যা । ] চোখের বালি । 3 об: বার জো নাই ! বিনোদ-বোঠা’ণ, ভোরের বেলায় ছাড়িতে হইবে, আমি ঠিক সময়ে আসিয়া হাজির হইব ।” রবিবার ভোরে জিনিষপত্র ও চাকরদের জন্ত একটি থাড ক্লাস ও মনিবদের জন্ত একটি সেকেও ক্লাস গাড়ি ভাড়া করিয়া আনা হইয়াছে । বিহারী মস্ত একট। প্যাক্বাক্স সঙ্গে করিয়া যথাসময়ে আসিয়া উপস্থিত। মহেন্দ্র কহিল, “ওটা আবার কি আনিলে ? চাকরদের গাড়িতে ত আর ধরিবে না ।” বিহারী কহিল, “বাস্ত হইয়ে না দাদা, সমস্ত ঠিক করিয়া দিতেছি ।” বিনোদিনী ও আশা গাড়িতে প্রবেশ করিল । বিহারীকে লইয়া কি করিবে, মহেন্দ্র তাই ভাবিয়া একটু ইতস্তত করিতে লাগিল । বিহারী বোঝাটা গাড়ীর মাথার তুলিয়া দিয়া চট্রগরিয়া কোচুবাক্সে চড়িয়া বসিল । মহেন্দ্র ফি ছাড়িয়া বাচিল । সে ভাবিতেছিল, “বিহারী ভিতরেই বসে, কি, কি করে, তাহার ঠিক নাই ।” বিনোদিনী ব্যস্ত হইয়। বলিতে লাগিল, “বিহারিবাবু পড়িয়া যাবেন না ত ?” বিহারী শুনিতে পাইয়া কহিল, “ভয় করিবেন না, পতন ও মূৰ্চ্ছ, ওটা আমার পার্টের মধ্যে নাই!” গাড়ি চলিতেই মহেন্দ্র কছিল, “আমিই না হয় উপরে গিল্প বসি, বিহারীকে ভিতরে পাঠাইয়া দিই !” আশা ব্যস্ত হইয় তাহার চাদর চাপিয়া কহিল, “না তুমি যাইতে পরিবে না।” বিনোদিনী কহিল, আপনার অভ্যাস নাই, কাজ কি যদি পড়িয়া যান ।” মহেন্দ্র উত্তেজিত হইয়া কহিল, “পড়িয়া যাব ? কখন না !”—বলিয়া তখনি বাহির হইতে উদ্যত হইল । বিনোদিনী কহিল, “আপনি বিহারিবাবুকে দোষ দেন, কিন্তু আপনিই ত হাঙ্গাম বাধাইতে অদ্বিতীয় !” * মহেন্দ্র মুখভার করিয়া কহিল, ”আচ্ছ। এ ক কাজ কয়া যাক্ ! আমি একটা আলাদা গাড়ি ভাড়া করিয়া যাঙ্ক, বিহারী ভিতরে আসিয়। বস্থক।” আশা কহিল, “তা যদি হয়, তবে আমিও তোমার সঙ্গে যাইব ।” বিনোদিনা কহিল, “আর আমি বুঝি গাড়ি হইতে লাফাইয় পড়িব ।’ এমুনি গোলমাল করিয়া কথাটা থামিয়া গেল । মহেন্দ্র সমস্ত পথ মুখ অত্যন্ত গম্ভীর করিয়া রহিল । দমদমের বাগানে গাড়ি পৌছিল । চাকরদের গাড়ি অনেক আগে ছাড়িয়াছিল, কিন্তু এখনো তাহার খোজ নাই । শরৎকালের প্রাতঃকাল অতি মধুর। রৌদ্র উঠিয়া শিশির মরিয়া গেছে, কিন্তু গাছপালা নিৰ্ম্মল আলোকে ঝলঝল করিতেছে। প্রাচীরের গায়ে শেফালি-গাছের সারি রহিয়াছে, তলদেশ ফুলে আচ্ছন্ন এবং গন্ধে আমোদিত । আশা কলিকাতার ইষ্টক বন্ধন হইতে বাগানের মধ্যে ছাড়া পাইয়া বদ্যমুগীর মত উল্লসিত হইয়া উঠিল। সে বিনোদিনীকে লইয়fরাশীকৃত ফুল কুড়াইল, গাছ হইতে