পাতা:বঙ্গদর্শন নবপর্যায় প্রথম খণ্ড.djvu/২১৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চম-সংখ্যা । ] হইবে । তাছাদের দৃশ্যমান গুণাবলী লিবারেল ও কন্সর্বেটিব এবং অদৃপ্ত সমধৰ্ম্মাক্রান্ত গুণাবলী র্যাডিক্যাল সদৃশ। এরূপ মেলনের ফলে সময়ে সময়ে সাধারণ লোকের अनाथाब्र१ ७वर भनौशैौद्र शैन७१ नडान দৃষ্টিগোচর হয়। তৃতীয়ত, সুবিখ্যাত প্রতিভাশালী লোকদিগের সস্তানগণ পিতার অনুপযুক্ত বলিয়া অনেক সময়েই আমরা অভিযোগ শুনিতে পাই । এই অভিযোগ নিতান্ত অমূলক নহে, বিজ্ঞান ও কিয়ৎপরিমাণে ইহার সমর্থন করিতেছে। ক্ষমতাশালী ও প্রতিভাশালী এই দুই শ্রেণীর বড়লোক আছে । এক শ্রেণার লোক বাল্যকাল হইতে স্বাভাবিক বুদ্ধি, যত্ন ও চেষ্টার ফলে ক্রমে ক্রমে উন্নতিলাভ করেন । প্রত্যেক সমাজেই ঈদৃশ বহুণেক বর্তমান । হহারাই প্রাকৃতপ্রতিভাশালী বা talented । অন্য এক শ্রেণীর লোক স্বভাবতই স্বস্ব তেজেtদীপ্তিতে সমাজের চক্ষু ঝলসাইয়৷ দেন । প্রথমশ্রেণীর ন্যার ইহাদের তত ধভু-চেষ্টার প্রয়োজন হয় না। ইহাদের মধ্যে কি যেন একটা উদ্দাম ভাব মাছে । কোণ ও সমাজেই এরূপ লোক এক সময়ে অধিক মিলে না । ইহায়াই অসামান্য প্রতিভাশালী বা genius । বাররণের প্রতিভা এই শ্রেণীর মন্তর্গত। বৈজ্ঞানিকগণ দেখাইতে প্রয়াস পাইয়াছেন যে, অসামান্য প্রতিভা বিজ্ঞানের হিসাবে একপ্রকার রোগের মধ্যে । তাই &ইদের স্বসস্তানলাভের আশা আতি শয়।. অনেক সময়ে এইরূপ অসামান্যপ্রতিভাশালী লোকদিগের পরিবারস্থ অন্যান্য পাত্রনির্বাচন। ૨છે છે ব্যক্তির উন্মাদাদি রোগ দৃষ্ট হয়। ফলত মামুষের সর্ববিধ অসামান্যত্বই ( বা monstrosity ) বোগ এবং তাহ বংশল্পক্ষার ব্যাঘাতজনক । সময়ে সমরে এই শ্রেণীর লোক অল্পায়ুষ্ক ; কেহ নিঃসস্তান ; কাহারও সন্তান রুগণ ; কেহ কেহ সন্তানোৎপাদনবিরোধী ; কাহারও বা জীবন উচ্ছৃঙ্খল। এই কারণেই অসামান্যপ্রতিভাশালী লোকদিগের হীনগুণ সস্তান দেখিয়া পুরুষানুক্রমিকত্বের ব্যতিক্রম বলিয়া আমাদের. ভ্রম হয় ; কিন্তু প্রকৃতপক্ষে সস্তানের হীনতাই অসামান্যত্বের একমাত্র অনিবার্য্য ফল । এ স্থলে কয়েকজন জগদ্বিখ্যাত পুরুষের দৃষ্টান্ত আমার স্মৃতিপথারূঢ় হইতেছে। ইহাদের প্রতিভার সহিত অসামান্যত্ব বা তৎসংশ্লিষ্ট কোন না কোন রোগের জ্ঞাতিত্ব ছিল কি না, চিন্তনীয়। বার্ণ স্, কীটুস ও বায়ুরণ, তিন জনেই অল্পবয়সে গতাস্থ হন । শঙ্করাচার্য্য এবং আলেকজাণ্ডার ও তাই । সিজার ও নেপোলিয়ন কেবলমাত্র এক এক সস্তানের পিতা এবং উভয়েরই সস্তান অল্পবয়সে মৃত্যুগ্রাসে পতিত হয়। মহন্ধদের একমাত্র সস্তান ফতেমা । নিউটন জীবনে কখনও বংশ রক্ষার চিন্তা করিয়াছিলেন বলিয়৷ বোধ হয় না। পোপ চিররগণ ছিলেন ; কাউপার উন্মত্তও হইয়াছিলেন। ক্লাইবের বাল্যজীবন, যৌবনে আত্মহত্যার চেষ্টা এবং চরমে আত্মহত্যা স্বপ্রসিদ্ধ। রুসোর জীবন কাহিনী ঘোয় বিবাদে আচ্ছন্ন। এতদ্ভিন্ন প্রায় সমুদয় উন্নত প্রতিভাশালী কবির बौदन उछ्श्वगडांब्रह्डेड ।