পাতা:বঙ্গদর্শন নবপর্যায় প্রথম খণ্ড.djvu/২১৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ミ>。 বঙ্গদর্শন । [ ভাদ্র । আমরা জানি, তিনি এই বালকটির জন্য এই পরিবারটিকে কলিকাতায় রাখিয়া প্রায় ৩৪ মাস কাল বাড়ীভাড়া হইতে আরম্ভ করিয়া সাহেবডাক্তারের ১৬ টাকা করিয়া দর্শনী ও ঔষধাদির ব্যয় সৰ্ব্বসমেত ৩৪ শত টাকা ব্যয় করিয়াছিলেন । মানুষ সুস্থশরীরে সুখে জীবনযাত্র নির্বাহ করুক, এজন্য তাহার অদেয় কিছুই ছিল না। এমন কি, যাহার উপর অত্যন্ত বিরক্ত, সংসারে যাহার মুখদর্শন করা ও অন্তায় মনে করিতেন, সে ব্যক্তিও নিরাপদে কালযাপন করুক, এটিও তাহার স্বভাবগুণে প্রিয়কার্য্যে পরিণত হইয়াছিল। এরূপ একটি ঘটনা ও আমরা অবগত আছি । একটি যুবক উাহারই অনুরোধে কৰ্ম্ম পাইয়া তাহার এক আত্মীয়ের নিকট কৰ্ম্ম করে। সে ব্যক্তি আপনার আচরণ দ্বারা প্রভুর সমূহ অনিষ্টসাধন করিয়া কৰ্ম্মচু্যত হয়। তাহার অসদাচরণের কথা বিদ্যাসাগরমহাশয়ের কর্ণগোচর হইলে, তিনি অত্যস্ত ক্ষুণ্ণ ও বিরক্ত হইয়া একটি বন্ধুর দ্বারা বলিয়া পাঠাইলেন যে, “সে যেন আর তাহার সম্মুখে না আসে।” আমরা স্বকৰ্ণে তাহাকে বলিতে শুনিয়াছি, “আর আমার নিকট তাহার নাম করিও না ।” এইরূপ তীব্র বিরক্তির দীর্ঘস্থায়িত্বের মধ্যে এক সময়ে এই ব্যক্তি দারুণ রোগে মৃতপ্রায় হইয়া পড়িল। এই ব্যক্তির নিদারুণ পীড়ার সংবাদ কর্ণগোচর হইবামাত্র তিনি স্বয়ং তাহার সংবাদ লইতে গিয়াছেন । ংবাদ লইয়া তাহার চিকিৎসার ব্যবস্তা कब्रिध्ना निम्ना, खेदक्ष 3 श्रृंथाॉनिद्र छछ अर्थসাহায্য করিয়া ও যেন কৰ্ত্তব্য কৰ্ম্ম সম্পন্ন হইল না, তাই আবার সৰ্ব্বদা তাহার পীড়ার সংবাদ লইবার জন্ত বিশেষ ব্যস্ত । কৰ্ম্মস্থত্রে যাহার উপর এতদূর বিরক্ত যে, তাহার নামটি পৰ্য্যস্ত শুনিতে অনিচ্ছুক, সে রোগমুক্ত হইয়। মুখে সংসার করুক এবং স্ত্রীপুত্রের মুখসাধন করুক, এজন্য ব্যস্ত। কেবল তাঙ্গাস্ট নহে, ঘরের পয়সা খরচ করিয়া তাহাকে বাচাইতে চায়, এমন লোক সংসারে আর কয়জন মিলে, আমরা জানি না । আমরা শ্রদ্ধাসহকারে সে মহামূল্য জীবনের ক্ষুদ্র ক্ষুদ্র ঘটনা সংগ্ৰহ করিয়া য়াথিয়াছি ; ক্রমে ক্রমে সেগুলি বঙ্গীয় পাঠকমণ্ডলীকে উপহার দিব । শ্রীচণ্ডীচরণ বন্দ্যোপাধ্যায়।