পাতা:বঙ্গদর্শন নবপর্যায় প্রথম খণ্ড.djvu/২৩০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চম সংখ্যা । ] অনুনয়। . २९१ সে প্রভেদ কিসের উপরে ভর করিয়া আলোচনার পথের সম্বল হইবে—সেই দাড়াইয়া থাকে , এবং তাহার দৌড় কতদূর ভাল, এক্ষণে তাহ ভাণ্ডারে চাৰিবদ্ধ করিয়া পর্য্যন্ত ; এ সমস্ত বিষয় আগামী বারের রাখিয়া দেওয়া হইল । ঐদ্বিজেন্দ্রনাথ ঠাকুর। অনুনয়। ভাল বাসি কি না বাসি – তুমি সুধায়ে না, তুমি মুধায়ে না ! এখনে যে স্বষুপ্ত ভুবন, ফুলগন্ধে দুলুলুলু বন, স্বর্গে মর্ত্যে স্বপনের গুপ্ত আনাগোনা ! তুমি মুধায়ে না, তুমি মুধায়ো না ! আবেগে কাপিছে হিয়—কিছু সুধায়ে না, মোরে মুধায়ে না ! অরুণ উঠিছে ফুটি ধীরে নিশাস্তের নিঃশব্দ তিমিরে, নিস্তন্ধ মেঘের প্রাস্তে ফলাইছে সোনা। তুমি সুধায়ো না--তুমি মুধায়ে না। ভাষা অশ্রুজলে ভাসে-মোরে সুধায়ে না, কিছু মুধায়ো না ! শিশিরশীতল অন্ধকারে অস্তশিখরের পরপারে তোমার ও বীণাবেণু লভুক্‌ সত্ত্বেনা ! তুমি মুধায়ে না—তুমি স্বধায়ে না!