পাতা:বঙ্গদর্শন নবপর্যায় প্রথম খণ্ড.djvu/২৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ఫిలిచి বঙ্গদর্শন । [ ভাত্র । বৰ্ত্তি-বিভিন্নজাতি জৰ্ম্মণিকে পুনঃপুন আক্রমণ করিয়া ঐ দেশকে ইউরোপের যুদ্ধক্ষেত্রে পরিণত করিয়াছে। এই অবিরাম সংগ্রামের তুমুল কোলাহলে ইউরোপের মধ্যযুগের ইতিহাস মুখরিত হইয়া রহিয়াছে। নৈসর্গিক সীমান্তরেখার অভাবে জৰ্ম্মণিও পুনঃপুন পররাষ্ট্র, ও পরজাতিকে আক্রমণ করিয়াছে। শাস্তির অভাবে জৰ্ম্মাণ জাতি জমাট বাধিতে অবসর পায় নাই । এই নৈসর্গিক কারণ ছাড়া আর একটা ঐতিহাসিক কারণ দেখা যায়। সেই কারণ অনুসন্ধানে রোমসাম্রাজ্যের পতনকালে যাইতে হর । রোমসাম্রাজ্যের পতনের সময় জৰ্ম্মাণ জাতি বিবিধ কুলে বিভক্ত ছিল। এক একটা কুল রোমসাম্রাজ্যের এক একটা প্রদেশ অধিকার করিয়া বসে। ফ্র্যাঙ্ক, গথ, লম্বার্ড প্রভৃতি কুলের নাম ইতিহাসে প্রসিদ্ধ। এই সকল বিভিন্ন কুলের পরস্পর সম্প্রীতি ছিল না । উহাদের পরম্পর বিরোধ জৰ্ম্মাণজাতির সংহতির পক্ষে এককালে প্রধান অস্তুরায় ছিল। কুলপতিগণের পরস্পর বিরোধ জৰ্ম্মাণজাতিকে বহুদিন সংহত হইতে দেয় নাই । কালক্রমে এই কুলগত বিরোধ লোপ পাইয়াছিল ; কিন্তু আর একটা বিরোধ আসিয়া পড়ে। রোমসাম্রাজ্য ধ্বংস করিয়া কুলপতিগণ আপনাদের অমুগত অনুচরগণকে ভূমি বণ্টন করিয়া দেন । এই অনুচরগণের এক এক জন এক এক বিস্তীর্ণ প্রদেশের ভূস্বামী ও সৰ্ব্বময় কৰ্ত্ত হইয়৷ ॐप्ळैन । cब्रांभलांबांया शून:धडिछैिङ रुहेरण সম্রাটুপদবী একটা কুলবিশেষে ও বংশবিশেষে আবদ্ধ হইয় পড়ে। কিন্তু সম্রাটু স্বয়ং প্রাদেশিক পরাক্রান্ত ভূস্বামিগণের একান্ত অধীন হইয়া পড়েন । এইরূপে ইউরোপে ফিউডাল তন্ত্রের উৎপত্তি হয় । জৰ্ম্মাণরাজ রোমক-সম্রাটু-নামে সমগ্র খ্ৰীষ্টীয় জগতের অধিপতি ছিলেন, কিন্তু কাজে এই সকল খওরাষ্ট্রের অধিপতি পরাক্রাস্ত সামন্তবর্গের অধ্যক্ষ ছিলেন মাত্র । থওরাষ্ট্রগুলি চিরদিন ধরিয়া পরস্পর বিবাদ করিত ; সম্রাটু সেই বিবাদ নিবারণে একান্ত অসমর্থ ছিলেন । কালক্রমে ধৰ্ম্মগত বিবাদ এই রাষ্ট্রগত বিবাদের সহিত যুক্ত হইয়া আগুন আরও জালাইয়। তুলে । প্রোটেষ্টাণ্ট ও ক্যাথলিক জন্মাণরাষ্ট্রপতিগণ বিকট ধৰ্ম্ম যুদ্ধে প্রবৃত্ত হন। সেই অগ্নিকাণ্ডে জন্মাণ রাস্তুতন্ত্র এককালে ভস্মসূপে পরিণত হইবার উপক্রম হইয়াছিল। রোমক সম্রাটের পদবী কালক্রমে হাক্স্বৰ্গ, বংশে আবদ্ধ হইল ; হাবস্বর্গ বংশধরগণ বহুদিন ধরিয়৷ সমগ্র ধৃষ্টীয় জগতকে রোমসম্রাটের শাসনাধীন রাখিবার স্বপ্ন দেখিয়াছিলেন ; কিন্তু জৰ্ম্মাণ রাষ্ট্রপতিগণের একতাসাধনে সমর্থ হন নাই। নেপোলিয়ন বোনাপাটির অভু্যদয়ে রোমসাম্রাজ্যের নাম পৰ্য্যন্ত লুপ্ত হইল ; কিন্তু সেই ফরাসী সংঘর্ষের তুমুল বিপংপাত ও জৰ্ম্মণির একতাসাধনে সমর্থ হর নাই। একতা সাধিত হয় নাই বটে, কিন্তু জৰ্ম্মাণজাতির স্বাতন্ত্র্যরক্ষার জন্য এই একতাবন্ধনের আবশ্যকতা প্রতিপন্ন হইয়াছিল। নুতন-স্বই জৰ্ম্মাণ সাহিত্য ও জৰ্ম্মাণ দর্শন ও জৰ্ম্মাণ ৰিজ্ঞান, এই একতালাভের জঙ্ক জৰ্ম্মাণ রাষ্ট্র