পাতা:বঙ্গদর্শন নবপর্যায় প্রথম খণ্ড.djvu/২৮১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৭৬ দেবদত্তঃ” প্রত্যভিজ্ঞানের একটি গোড়ীঘ্যাস। উদাহরণ ; তা ছাড়া, ইউরোপীয় দশন-রাজ্যের গোড়ার কথা একটি এই যে, All cognition is recognition offs জ্ঞান-নামাই প্রত্যভিজ্ঞান। এথন, বুদ্ধির এই যে মুখ্য কাৰ্য্য প্রত্যভিজ্ঞান, তাহার মুখের প্রতি একটু স্থিরচিত্তে ঠাহর করির দেখিলেই দেখিতে পাওয়া যাইবে যে, ঐ যে প্রত্যভিজ্ঞান, ও-টি বুদ্ধিমাতার প্রকার শু্যাম-দেশীয় (Siamese) যমক-সন্তান। প্রতাভিজ্ঞানের সমগ্র শরীরে -বাস্তবিক এবং প্রাতিভাসিক—এই দুই প্রকার সন্ত। পিঠাপিঠি-ভাবে সংলগ্ন রহিয়াছে । মনে কর, পুষ্করিণীতে একটা হংস খেলিয়া বেড়াইতেছে দেখিয়া--আমি বলিলাম “ও-টা রাজহংস” অর্থাৎ “ঐ হংস রাজহংস” । "ঐ হংস রাজংস” এ কথাটি একটিমাত্র কথা কিন্তু দুষ্ট খণ্ডে বিভক্ত । সে দুই ধগু হ'চ্চে– ১ ) ঐ ংস এবং ( ২ ) রাজহংস ৷ এখন দেখিতে হইবে এই যে, যাহাকে আমি “ঐ হংস” বলিয়া নির্দেশ করিতেছি, সেই প্রত্যক্ষ পরিদৃশ্যমান হংসটির সত্তা বাস্তবিক সত্তা ; আর, রাজহংসের একটা ভাব বা আদর্শ, যাহা অনেকদিন হইতে আমার মনের মধ্যে জিয়ানো রহিয়াছে এবং এক্ষণে যাহা অামি প্রত্যক্ষ পরিদৃশুমান বাস্তবিক হংসটার উপরে উপাধিচ্ছলে চাপাইয়া দিতেছি, তাহা অামার মানস-সরোবরের রাজহংস ; সুতরাং তাহার সত্তা প্রাতিভাসিক । এই যে আমি হংসের একবিধ সত্তার সঙ্গে অায় একবিধ সত্তা জুড়িয়া দিলাম—বাস্তবিক সত্তার সঙ্গে এক বঙ্গদর্শন । [ আশ্বিন প্রাতিভাসিক সত্তা জুড়িয়া দিলাম—ইহারই নাম বুদ্ধির খেলা , গুলি-ডাও-খেলা’তে যেমন গুলি এবং ডাণ্ডার সংস্পৰ্শ-সংঘটন অবিশুক হয়, বুদ্ধির খেলা’তে তেমনি বিচাৰ্য্য বস্তুর বাস্তবিক সত্ত। এবং বিচারকের মনোগত অাদশের প্রতিভালিক সত্তা, এই দুই প্রকায় সত্তার যোগ-সংঘটন আবশ্যক হয়। উপমাচ্ছলে বল। যাইতে পারে যে, বাস্তবিক সত্ত। দক্ষিণ হস্ত ; প্রাতি ভাসিক সত্তা বাম হস্ত ; বুদ্ধির খেলা করতালিপ্রদান ৷ জাগ্ৰংকালের বিজ্ঞান-রাজ্যে দুই হস্ত অনুক্ষণ একযোগে কার্য্য করিতে থাকে --কাজেই তালি বাঞ্জিতে থাকে অর্থাং বুদ্ধির খেলা চলিতে থাকে । আমি যদি আমার কুটুরা-ঘরে চোকি হেলান দিয়৷ চক্ষু মুদিত করিয়া ইংলগু ভাবি, তবে সেরূপ ধোমপা ভাবনা স্বপ্নের অনেকট কাছাকাছি যার, ইহা খুবই সত্য ; কিন্তু আমি তখন সত্যসত্যই নিদ্রিত নহি ; আমি তখন দিবা সজাগ ! আমি তখন বেশ, বুঝিতে পারিতেছি যে, আমার শরীরের বা স্তবিক সত্তার সঙ্গে আমার আশ্রয়-চৌকির বাস্তবিক সত্তার যোগ রহিয়াছে ; আশ্রয়-চৌকির বাস্তবিক সত্তার সঙ্গে কুটুরা-ঘরের বাস্তবিক সত্তার যোগ রহিয়াছে ; কুটুরা-ঘরের বাস্তবিক সত্তার সঙ্গে বাড়ীর ভিত্তিমূলের বাস্তবিক সত্তার যোগ রহিয়াছে ; বাড়ীর ভিত্তিমূলের বাস্তবিক সত্তার সঙ্গে কলিকাতা-পুরীর বাস্তবিক সত্তার যোগ রহিয়াছে "কলিকাতাপুরীর বাস্তবিক সত্তায় সঙ্গে পুৰ্ব্ব-সমুত্রের বাস্তবিক সত্তার যোগ রহিয়াছে’; পূর্ণ । সমুদ্রের বাস্তবিক সত্তার সঙ্গে মহাসমুত্রের