পাতা:বঙ্গদর্শন নবপর্যায় প্রথম খণ্ড.djvu/২৯৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ఫిసెతి দেখান হইয়াছে। খ-চিহুিত চিত্রগুলি অধ্যাপক জগদীশচন্দ্রের অঙ্কিত। ধাতুচুর্ণে, थाङ्क তারে, ধাক্কা দিয়া, মোচড় দিয়া, তাড়ি তত্তরঙ্গের আঘাত দিয়া, উহাতে বিকার উৎপাদন করিলে, সেই বি কারের কিরূপ হ্রাস-বৃদ্ধি ঘটে, কিরূপ উত্থান-পতন ঘটে, তাহা এই সকল চিত্রে দেখান হুইয়াছে। প্রত্যেক জোড়ার ক-এর সহিত খ-এর সাদৃশ্য কত বিস্ময় কর । মাংসপেশী বা স্নায়ুস্থত্রের মত জীবন্ত দ্রব্য যে নানাবিধ বিকার লাভ করে, তাঙ্গ সকলেট জানি ত ; কিন্তু নিজীব ধাতু চুর্ণ বা ধাতুতন্ত্রীতে বে এমন বি কার উৎপন্ন কর, তাহ কেহ জানিত না । এবং মাংসপেশীর বা স্নায়ুসুত্রের বিকারলাভ ও স্বভাব প্রাপ্তির সহিত নি জীব ধাতুপদার্থের বিকারলাভের ও স্ব ভাব প্রাপ্তির এত সাদৃপ্ত আছে, তাগই বা কে জানি ত ? সকলের অপেক্ষ আশ্চৰ্য্য ८झे, ८ए झदr পেশীর পক্ষে বা স্নায়ুৰ পক্ষে মাদক বা উত্তেজক, তাছাই আবার ধাতুপদার্থের পক্ষে ও মাদক ও উত্তেজক ; যাহা সজীব পদার্থের পক্ষে অবসাদক, নিজীবের পক্ষে ও তাহাই অবসাদক । এখন আমরা এক এক জোড়া চিত্র পাঠকের সম্মুখে উপস্থিত করিব ও উচ্চার সংক্ষিপ্ত ব্যাখ্যা দিব । ক চিত্রের সহিত খ চিত্রের সাদৃগু দেখিয়া, সঙ্গীবের ও নিছীবের সাদৃপ্ত পাঠক বুঝিয়া লইবেন। // 6 ক চিত্র । বঙ্গদর্শন। * [ আশ্বিন। ৬ ক —এক খণ্ড মাংসপেশীতে পুনঃপুন ধাক্কা পড়িলে উহার সঙ্কোচ কিরূপে বাড়ে কমে, বাড়ে কমে, বাড়ে কমে, দেখান হইতেছে । || ७ ४ "$द्ध ! * ৬ খ।--ধাতুৰ্দ্ৰবো পুনঃপুন ধাক্কা পড়িলে উহার তাড়ি ত-পরিচালন-শক্তি কি রূপ বাড়ে কমে, বড়ে কমে, বাড়ে কমে, দেখান হইতেছে । ৭ ক চিত্র । ৭ ক —পুনঃপুন আঘাতে মাংসপেশী যেন ক্রমশ ক্লাস্ত হইয়া আসিতেছে । প্রথম প্রথম অfবাতে যতটা সঙ্কেrচ ছ ষ্টহুেছিল, পয়ের স্বাৰাতে আর ততটা সঙ্কোচ ঘটে না । সঙ্কোচের মাত্র পর পর আঘাতে কমির আসিতেছে । রেখায় উত্থান-পতনের মাত্র ক্রমশ কমির আঙ্গি স্তেcছ ; তাহার অর্থ পুনঃপুন উত্তেজনায় মাংসপেশীরা ক্রমশ যেন শ্রাগু ও অবপল্ল হইতেছে । १ षं छिंब ।।