পাতা:বঙ্গদর্শন নবপর্যায় প্রথম খণ্ড.djvu/৩০১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গ্রন্থ-সমালোচনা । নিৰ্ম্মল । সামাজিক উপন্যাস। শ্ৰীসুরেন্দ্রচন্দ্র বক্সী প্রণীত। মূল্য ৮০ ছয় আন । সচরাচর বাঙলা গল্পের বহি যেমন হয়— অর্থাৎ, কিছুই হয় না—তদপেক্ষ এখানি ভাল । কোন প্রকারে এখনি পড়া যায় । ঘটনায় বৈচিত্র্য নাই বা থাকিল, বাহুল্য যথেষ্ট আছে । খানিকট অনন্যসাধারণত্বও আছে । দেবেশচন্দ্র উচ্ছৃঙ্খল, মাতাল, বেশ্যাসক্ত—সেই দুঃখে তাহার স্ত্রী আত্মঘাতিনী হইয়াছে। সুতরাং শূদ্র দেবেশচন্দ্র সন্ন্যাসী হইয়াছে, তাতার বক্তৃতা শুনিয় “গীতার অভিনব ধৰ্ম্মে সমস্ত দুর্গাপুর মাতিয়া উঠিয়াছে," এবং সে উপনিষদের গাথ। চেচাইয়া গান করতে আরম্ভ করিয়াছে । পাছে কেহ মনে করে যে, গ্রন্থকার গত ও উপনিষদের ফিরি ওয়ালা মাত্র, তাই বক্সী মহাশয় ফুটুনোটে লিখিতে ভুলেন নাই যে, এই স্তোত্র “কটোপনিষৎ, পঞ্চমী বল্লী” হষ্টতে সমাহৃত । আমরা যার-পর-নাই আপ্যায়িত হইলাম। উপন্যাসখানির ঘটনাবলীর সময়, যখন প্রিন্স, অব, ওয়েল্স—বৰ্ত্তমান সম্রাটু এ দেশে অসিয়াছিলেন। সে ত অঙ্গি পচিশ বৎসরেরও অধিক কালের কথা । গ্রন্থপ্রণয়নের বেগে গ্রন্থকার ভুলিয়া গিয়াছেন যে, তখনও গীতা, উপনিষৎ ও নিষ্কাম ধৰ্ম্মের শ্রাদ্ধ আজকালকার মতন এতদূর গড়ায় নাই । মৌখিক অঙ্ক । শিবপুর সিভিল ইঞ্জিনিয়ারিং কলেজের পরীক্ষোন্তীর্ণ জীঅাবিদ আলি খী কর্তৃক সঙ্কলিত ও প্রকাশিত। মূল্য J• তিন আনা মাত্র। এই ক্ষুদ্র পুস্তকখানি প্রাইমারি স্কুল সমূহের ছাত্রদিগের ব্যবহারার্থ লিখিত ৭ প্রকাশিত । যাহাদের জন্ত লিখিত, তাহাদের কাজে লাগিবে বলিয়াই বোধ হয় । কিন্তু গ্রন্থকার আবিদ-মালি-সাহেবকে একটা কথা জিজ্ঞাসা আছে । এই পুস্তক তিনি কেন হরিদ্রাবর্ণের—তুলেটি-কাগজে মুদ্রিত করিয়াছেন, তাহ বুঝিতে পারিলাম না । ইহাতে কি পাঠসৌকর্য সাধিত হয় ? হামাদের ত তাহ। .বাধ হয় না । একটা মক্তার কথার লোভ সংবরণ করিতে পারিতেছি না । গ্রন্থকার আবিদ-আলি-সাহেব এক ট প্রশ্ন দিয়াড়েন । প্রশ্নটি এই – “একটি বৃক্ষে ১০ ০ পয়ের বসিয়াছিল ; একজন শিকারী গুলি কবায় ৩টি মারা পড়ে। স্থির করু, ঐ বুক্ষে আর কত পায়ুরা অবশিষ্ট রহিল ?” প্রশ্নটির উত্তর বালক কেন, বালকের পিতামহ ও বোধ করি দিতে পারেন না । ভাগ্যে আবিদ আলি-সাহেব অনুগ্রহ করিয়া उँखब्रप्ले दणिब्रा निब्रां८झ्न, नङ्कवा अभिद्राs भू१ भूथ इंशद्र डेडद्र fमरङ गाब्रिडांग मा,J উত্তরটি এই -একটি ও পার্থী গাছে থাকিবে না। কেন না, অবশিষ্ট সবগুলিই ভয়ে উড়িয়া পলাইবে। ইহা কি অঙ্কের প্রশ্ন, না বরযাত্র ঠকাইবার প্রশ্ন ? শ্ৰীচন্দ্রশেখর মুখোপাধ্যায়।