পাতা:বঙ্গদর্শন নবপর্যায় প্রথম খণ্ড.djvu/৩১১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

SOe 8 বঙ্গদশন । [ কাৰ্ত্তিক । রাজা ভাল করিয়া দেখিলেন, দুই একটা মুক্ত স্পর্শ করিয়া, উণ্টাইয়া পাণ্টাইয়া দেখিলেন, তাহার পর উচ্চহাস্য করিয়া উঠিলেন, কহিলেন, “এ ছড়া কত দিয়া ক্রয় করিয়াছ ?” রাণীর মুখ রক্তবর্ণ হইয়া উঠিল। লজ্জা, ক্রোধ, অভিমান, অপমান, কত ভাব মুখে ব্যক্ত হইবার উদ্যম করিতে লাগিল, অব শেষে ক্রোধই প্রবল হইয়া উঠিল । কহিলেন, “তোমাকে ত আর কিনিয়া দিতে হয় নাই ।” রাজ। পূৰ্ব্ববং বলিলেন," এ-রকম হাসিতে লাগিলেন, একছড়া পাইলে কি তুমি সস্তুষ্ট হও ? এ যে ঝুঠ !” রাজা রাণীর কণ্ঠলগ্ন একটা মুক্ত। লইয়া দুই অঙ্গুলি দিয়া টিপিলেন । মুক্ত চূর্ণ হইয়া রাঞ্জার করতলে পতিত হইল । “কি কর! কি কর!” বলিয়। রাণী রাজার হস্তধারণ করিলেন ; তংপরে কণ্ঠের মালা মোচন করিলেন । রাজ করতলগত চুর্ণ রাণীকে দেখাইলেন । হুক্ষ কাচ, চূণ প্রভৃতি কয়েকটা সামগ্ৰী—মুক্তাচুর্ণের মত किछुझे नाई ! রাণী সাচ্চ মুক্ত অনেক দেখিয়ছিলেন, ঝুঠ। কখন দেখেন নাই । রাজার কথ। শুনিয়া ও সেই কাচ প্রভৃতি চুর্ণ দেখিয়া তিনি বাকুশুম্ভ হইলেন । রাজা হাসিতে হাসিতে বাহিরে চলিয়া গেলেন । তখন রাণীর চৈতন্য হইল। উদ্যানে বৃক্ষতলে গিয়া দেখিলেন, গৰ্ত্ত শূন্ত রহিয়াছে ! ফিরিয়া আসিয়া মারাকে ডাকিয়৷ নিস্তৃতাগারে লইয়া গেলেন । সন্ন্যাসিপ্রদত্ত কণ্ঠমালা হস্তে ছিল, সেই মালা নিক্ষেপ করিয়া মীরার মুখে আঘাত করিলেন । সে যেন কিছু জানে না, রাণীর মুথের দিকে চাহিয়া রহিল । রাণী কহিলেন, "বাদি, তোকে শূলে দিব জানিস্!” বাদি বলিল, “আমার অপরাধ ?” “একটা ভণ্ড চোরকে সাধু-সন্ন্যাসী বলিয়া রাজবাটীতে আনিয়া, তাহার সঙ্গে পরামর্শ করিয়৷ আমার সমস্ত অলঙ্কার চুরি করিয়াছিস্ । আর এই মুক্তার মালা— যোধাবাইয়ের মালার অপেক্ষা ও বহুমূল্য, ন ?”—পদদ্বারা রাণী কুঠা মুক্ত চুর্ণ করিয়া ফেলিলেন । মারা কপালে করাঘাত করিয়া কাদিতে লাগিল, “রাণীজি, আমি কি জানি যে, সে সন্ন্যাসী এমনতর লোক ? আমি ত তাহার সকল কখায় বিশ্বাস করিয়া তাহাকে লইয়। আসি, সে যে এরকম লোক, কেমন করিয়া জানিব ? তোমার যে অলঙ্কার পোত। ছিল—” “আমি দেখিয়া আসিয়াছি—নাই ।” “কি সৰ্ব্বনাশ ! কোত ওয়ালকে খবর দাও, তাহাকে ধরিবে। ” “মার তুমি *" “আমি ত পালাই নাই, তোমার কাছেই আছি, শূলে দাও, ফাঁসি দাও, যাহা ইচ্ছা হয়, কর ।” “বেশঘরে এই মুক্তার মালা কে রাথিয়াছিল ?”--রাণী পদদলিত চুর্ণের প্রতি কটাক্ষ করিলেন । § “আমি যদি রাখিয়া থাকি ত আমার দুই