পাতা:বঙ্গদর্শন নবপর্যায় প্রথম খণ্ড.djvu/৩১৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Wojo W3 বেগম অন্তমনা হইয়া কি ভাবিতে লাগিলেন। এদিকে, বিলাসপুরে রাণী চন্দ্রাবতী ভণ্ড সন্ন্যাসীর কথা রাজার নিকট অধিক দিন গোপন করিতে পারিলেন না । সকল কথা প্রকাশ না হউক, অনেক কথা প্রকাশ হইয়া পড়িল ৷ শুনিয়া রাজা হাস্ত করিলেন ও রাণীকে অনেক বিদ্রুপ করিলেন । মুক্তার হারের জন্ত রাণী রাজাকে আর অধিক ত্যক্ত করিতে পারিতেন না । হারের কথ} ক্রমে লোকে বিস্তুত হইতে লাগিল । এমন সময় সংবাদ আসিল, বাদশাহ বিলাসপুরের নীচের জঙ্গলে শাকার করিতে আসিতেছেন। তখন আর কোন কথাই কাহারও স্মরণ রহিল না । রাজ্যের সৰ্ব্বত্র হুলস্থল পড়িয়া গেল । বাদশাহের শকারের জন্য রাজ্যের যত হস্তী ও অশ্ব প্রেরিত হইল । চারিদিকে রসদের উদ্যোগ হইতে লাগিল। নানাবিধ উপটৌকনাদি লইয়া রাজা বাদশাহের আগমনের জন্ত অগ্রসর হইয়া প্রতীক্ষা করিতে লাগিলেন । বাদশাহের আগমন ত সহজ ব্যাপার নহে । তিনি যেখানেই গমন করুন, তাহার সঙ্গে একটি রাজধানী চলিত। বাজারবাট, লোকজন, দাসদাসী, বাহিরের লোক মিলিয়া প্রায় লক্ষজন হইত। এখন বাদশাহ মৃগয়ায় যাইবেন বলিয়। অল্প লোক, তথাপি দশ-বিশ-সহস্ৰ হইবে । রাজা প্রতাপসিংহ নজর দিয়া বাদশাহকে অভিবাদন করিলেন। বাদশাহ রাজাকে নুতন উপাধি প্রদান করিলেন ও পাচসহস্ৰ অশ্বারোহী সৈন্তের অধ্যক্ষ নিযুক্ত বঙ্গদর্শন । [ কাৰ্ত্তিক। क्ल করিলেন । এ সম্মান পাইবার রাজা কিছুমাত্র আশা করেন নাই । বাদশাহের সঙ্গে যোধাবাই-বেগম আসিয়াছিলেন । তাহার স্বতন্ত্র শিবির, সমুদয় আয়োজন স্বতন্ত্র । মোগল বাদশাহের মহিষী হইয়াছিলেন বটে, কিন্তু যোধাবাই স্বধৰ্ম্ম পরিত্যাগ করেন নাই । আগ্রা-দুর্গে র্তাহার মহল দেখিলেই বুঝতে পারা যায় হিন্দুর অট্টালিকা, অপর কোন মহলের সহিত তাহার সাদৃগু নাই । যোধাবাই নিষ্ঠাবতী হিন্দুরমণীর মত বাস করিতেন ; আকবর ও তাহাতে কোন আপত্তি করিতেন না, কারণ ধৰ্ম্মসম্বন্ধে তাহার উদারত। অসীম। যোধাবাইর মহলের খোজ গিয়া প্রতাপসিংহকে সংবাদ দিল, বেগমসাহেব রাণাসাহেবের সহিত সাক্ষাৎ করিতে চাহিয়াছেন। এরূপ আদেশ লজঘন করিতে পারা যায় না। রাজা বিলাসপুরে সংবাদ পাঠাইয়। রাণীকে আনয়ন করাহলেন । রাণী শিবি কায় আরোহণ করিয়া মহাসমারোহে বেগমদশনে গমন করিলেন । যোধাবাই চন্দ্রাবতীকে স্বাগত জিজ্ঞাস। করিয়া আপনার পাশ্বে উপবেশন করাইলেন, কহিলেন, “আমি তোমার নাম অনেকদিন শুলিয়াছি, একবার দেখিবার সাধ ছিল ।” উভয়ে পরস্পরকে দেখিতেছিলেন। চন্দ্রাবতী যোধাবাইয়ের অপেক্ষ স্বন্দরা বটে, কিন্তু বেগমের তেজোদৰ্পে সে রূপ পরাস্ত হইল । 豪 বেগম রাণীকে অনেক কথা জিজ্ঞাসা করিলেন, রাণী উত্তর দিতে লাগিলেন, কিন্তু প্ৰগল্‌ভক্ত-প্রদর্শন-ভয়ে অধিক কিছু জিজ্ঞাপ