পাতা:বঙ্গদর্শন নবপর্যায় প্রথম খণ্ড.djvu/৩১৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

|E) o বঙ্গদর্শন । [ কাৰ্ত্তিক। আবার নবোৎসাহে পরীক্ষারত হইয়াছিলেন। ফ্যারাডের অসাধারণ অধ্যবসায় ও পরীক্ষানৈপুণ্যে পরিজ্ঞাত বায়বীয় পদার্থের মধ্যে অধিকাংশেরই তরল করিবার কৌশল এই সময়ে প্রচারিত হইয়াছিল ; কিন্তু অক্সিজেন, নাইটে জেন ও হাইড্রোজেন, এই তিনট বায়বীয় পদার্থ তরলীভূত করিবার কৌশল র্তাহাদের মধ্যে কেহই আবিষ্কার করিতে পারেন নাই । প্রধান পণ্ডিতগণের সমবেত চেষ্টা ব্যর্থ হইতে দেখিয়া, অক্সিজেন প্রভৃতি KT” go grīs gr*s Permanent Gas) বলিয়। এইসময়ে বিজ্ঞানবিদগণের মনে একট। সন্দেহ উপস্থিত হইরা ছিল । ফলে কেবলমাত্র চাপ দ্বার। ইহাদিগকে তরল করা যায় না । পুৰ্ব্বে কোনরূপে ইহাদের উষ্ণতা কমাইতে হইবে, তৎপরে চাপ-প্রয়োগে তারল্য জন্মিবে। ইহার পর কিছুদিন কোন পণ্ডিতই এই বিষয়ের পুনঃপরীক্ষায় হস্তক্ষেপ করেন নাই,—কুড়ি বংসর পূৰ্ব্বে ও অক্সিজেন প্রভৃতি বাস্প “স্থাপ্পা বাষ্প” বলিয়া পণ্ডিতগণের মনে দৃঢ়বিশ্বাস ছিল । তার পর গত ১৮৭৯ অব্দে ফরাসী পণ্ডিত কাচলটে (Cailletet) এবং জন্মাণ অধ্যাপক পিকটের (Pictet) পরীক্ষানৈপুণ্যে তথাকথিত “স্থায়ী বাষ্প” গুলি তরল করিবার পদ্ধতি আবিষ্কৃত হইলে, কোন বাস্পই স্থায়ী নয় লিয়া পণ্ডিতগণের বিশ্বাস হইয়াছিল । বায়ু তরল করিবার চেষ্ট। এই সময় হইতে আরম্ভ, --অধ্যাপক ডি ওয়ার এই কয়েক বৎসর নীরবে গবেষণা করিয়া সম্প্রতি বিজ্ঞানবিদগণের বহুকালপোষিত আশ। পূরণ করিয়াছেন। তরল বায়ু হঠাৎ দেখিলে, জিনিষটাকে পরিষ্কার জল বলিয়া ভ্রম হয়,—গুরুত্ব, উজ্জ্বলতা ও বর্ণ প্রভৃতিতে ইহা প্রায় জলের অনুরূপ, কিন্তু সাধারণ অবস্থায় ইহা অসম্ভব শীতল । মদ প্রভৃতি পদার্থ তাহার সংস্পশে আসিবামাত্রই জমিয়া কঠিনাকার প্রাপ্ত হয়। পরীক্ষা করিয়া দেখা গিয়াছে, বরফের তুলনায় তরল বায়ু প্রায় ৩৪০ ডিগ্রি পরিমাণে শাতল । কোন একটা পদার্থকে বাষ্পীভূত করিতে হইলে, আমরা সাধারণত তাহাতে তাপ প্রদান করিয়া থাকি, কিন্তু তরল বায়ু স্বতই এত অধিক শীতল যে, বরফের দ্যায় শীতল পদার্থ তাহাতে অগ্নির দ্যায় কায্য করিয়া থাকে ; পরীক্ষা করিয়া দেখা গিয়াছে, কিয়ংকাল বরফাচ্ছন্ন রাখিলেই, তরল বায়ু বরফের তাপেই ফুটয় শাস্ত্র बाग्थ्रोङ्कङ श्हेग्रा गाग्न । এতদ্ব্য তাত তরল বাযুর আরো অনেকগুলি ধৰ্ম্ম আবিষ্কৃত হইয়াছে। তন্মধ্যে ধাতব পদার্থের উপর তাহার কার্য্যটা বিশেষ উল্লেখযোগ্য। বিজ্ঞানবিদগণ পরীক্ষা করিয়া দেখিয়াছেন, অতি অল্পপরিমাণ তরল বায়ু ক্ষণকালের জন্ত কোন ধাতুর সংস্পশে আসিলেই তাহাকে সম্পূর্ণ রূপান্তরিত করিয়া তোলে। কঠিন ইস্পাত বা লৌহ তরল বায়ুর স্পর্শে কাচবং ভঙ্গ প্রবণ হইয়া পড়ে, কিন্তু তাম্র, রৌপ্য ও স্বর্ণ প্রভৃতি ধাতু আবার তাহারই ংযোগে সীসকবৎ কোমলতা প্রাপ্ত হয় | তরল বায়ুর অপরাপর ধৰ্ম্ম আবিষ্কারের জন্ত আজও খুব পরীক্ষা চলিতেছে –এবং সহজে বাষ্পীভূত হইবার যে একটা প্রধান ধৰ্ম্ম