পাতা:বঙ্গদর্শন নবপর্যায় প্রথম খণ্ড.djvu/৩২৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

రిy বঙ্গদর্শন । • [ কাৰ্ত্তিক । চাহিব না কারো মুখে, রাথ দুখে—স্নাথ মুখে, - জীবনে—মরণে ! হয় হবে পরাজয়, তাহে দেবি, নাহি ভয়, নাহি ভাবি মনে । শত লোকে—শত কাজে, র’য়েছে বিশ্বের মাঝে, আমি উদাসীন ; উন্মাদ—পাগল-পার), কার প্রেমে আত্মহারা— যাপি নিশিদিন ? ও কার মঞ্জীর-রব, কানে করি অনুভব, কোথা হ’তে আসে ? ও কার অলক-গন্ধ ভাসে ওগো, মৃদুমন্দ– সন্ধ্যার বাতাসে ? প্রাবৃটে মেঘের কোলে, ও কার নিচোল দোলে শু্যামল শোভায় ? ও কার চরণ লুটে রক্ত-কোকনদ ফুটে শারদ উষায় ? ভাব-ভোরে ডুবে থাকি, তোমারে হৃদয়ে রাখি, । হে আরাধ্যে, মম | ক্ষুধা-তৃষ্ণ। ভুলে যাই, ও করুণ মুখ চাই— চির নিরুপম! অভাব-সহস্ৰ ল’রে জীবন যে যায় ব’ম্নে, দুঃখ নাহি গণি ! কাটে দিন অৰ্দ্ধাশনে, স্পৰ্দ্ধা দেবি, রাখি মনে —রেখেছ এমনি !