পাতা:বঙ্গদর্শন নবপর্যায় প্রথম খণ্ড.djvu/৩৩১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

|రి38 মধ্যের কৰ্ম্মচারী মধ্যের কার্য্য করে ; তা বই, কেহই চুপ করিয়া বসিয়া থাকে না । মনে কর, আমি একটা হাড়িতে আধসের দুগ্ধ, এক-সের স্থত এবং দুই-কুনকে চাউল নিক্ষেপ করিয়া সেই তিন-দ্ৰব্যংবলিত হাড়িটা ঘরের এক কোণে রাখিয়া দিলাম। কিল্পৎপরে এক ব্যক্তিকে ডাকিয়া বলিলাম, “দেখিয়া আইস তো—উহাতে কি আছে।” সে বলিল, “য়ুত আছে।” আমি বলিলাম, “উহাতে আয় কোনো সামগ্ৰী তো নাই ?” সে বলিল, “আর তো কিছুই দেখিতে পাইলাম না।” সে দেখিতে না পা’ক্‌--আমি কিন্তু দিব্যচক্ষে দেখিতেছি যে, ঐ হাড়িটার উপরি-স্তরে ঘূত রহিয়াছে, মধ্যস্তরে দুগ্ধ রহিয়াছে, নিম্নস্তরে তঙুল রহিয়াছে। তেমনি, আর কেহ দেখিতে পা কৃ বা না পা’কৃ—যে দেখিতেছে, সে দেখিতেছে যে, জাগরিতাবস্থার উপস্থিস্তরে বুদ্ধি ব্যাবহারিক সত্তাতে ব্যাপুত রহিয়াছে ; মধ্যস্তরে মন প্রাতিভাসিক সত্তাতে ব্যাপৃত রহিয়াছে ; নিম্নস্তরে প্রাণ অব্যক্ত সত্তাতে ব্যাপৃত রহিয়াছে । জাগয়িতাবস্থা এবং স্বপ্রাবস্থার মধ্যে প্রধান একটি প্রভেদ এই যে, প্রাতিভাসিক সত্ত জাগরিভাবস্থার মধ্যস্তরে চাপ থাকে, স্বপ্লাবস্থায় তাহা উপরি-স্তরে ভাসিয়া ওঠে । তেমনি আবার, জাগরিতাবস্থা এবং স্বযুপ্ত অবস্থার মধ্যে প্রধান একটি প্রভেদ এই ষে, অব্যক্ত সত্তা জাগরিতাবস্থার নিম্নস্তরে চাপ থাকে, স্বযুপ্ত অবস্থায় তাহা উপরিস্তরে ভাসিয়া ওঠে। এতক্ষণ পৰ্য্যন্ত একই সৗধ রাস্তা বঙ্গদর্শন । [ কাৰ্ত্তিক। अवलश्न कब्रिङ्गा श्रृंनउद्दछ मेोम छलिम्नो আসিয়াছি। এখন যে স্থানটিতে পৌছি স্না ছি—এ স্থানটি অনেকগুলা পথের সঙ্গমস্থান ; তাহার মধ্যে কোন পথ আপাতত অবলম্বনীয়, তাঙ্ক বিবেচনার বিষয়। এই সঙ্গমস্থানটিতে পদার্পণ করিবামাত্র আলোচককে একটু থম্কিয় দাড়াইয়া চারিদিক্‌ নিরীক্ষণ করিতে হইতেছে। এই স্থানটির নানা-দিক্ হইতে নানা-ভাবের ত্রিক আসিয়া যখন-তখন আলোচকের সন্মুখে দেখা দিতে আরম্ভ করিয়াছে ; সমরে সময়ে সেগুলাকে সাম্লানো ভার হইয়া পড়ে। আশ্চর্য্য এই যে, যেমন ‘সব শেয়ানের একই রায়’, তেমনি সব ত্রিকেরই ভিতরেয় কথা একই ধরণের। একটি ত্রিকের চাৰি পাইলেই তাহা দিয়া সব ত্রিকেরই ডালা খোলা যায় । আলোচিতব্য ত্রিক গুলি নিম্নে পংক্তি সাজাইয়া প্রদর্শন করা হুইল । ত্রিক-সপ্তক । . (১) প্রাণ 지켜 বুদ্ধি । (২) উদ্ভিদ জন্তু মনুষ্য । (৩) স্বযুপ্তি স্বপ্ন |3회, 1 (৪) প্রলয় স্বষ্টি স্থিতি । (e) অব্যক্ত প্রাতিভাসিক ব্যাবহারিক সত্তা সত্তা ! সত্তা cats| কৰ্ম্ম জ্ঞান । (یہ) (৭) তম সত্ত্ব । এই পংক্তি-সপ্তকের মধ্যে মোটামুটি যে একপ্রকার সোসাদৃপ্ত দেখিতে পাওয়া যাইতেছে, তাছা তো দেখিতে পাওয়া वहेि८ठद्देश्रझ ; ठा झांफा ठांशग्न भ८था अप्नक