পাতা:বঙ্গদর্শন নবপর্যায় প্রথম খণ্ড.djvu/৩৪২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্তম-সংখ্যা । ] চোখের বালি। এ wరిలిg শে বদ্ধ করিল। মহেন্দ্র তাহার সেই কারণ আশঙ্কায় আবেশ অনুভব করিতে রিল। কহিল, "চুনি, তোমার উপর তামার পুণ্যবতী মালীমার আশীৰ্ব্বাদ আছে, তোমার কোন ভয় নাই, কোন ভয় tাই ! তিনি তোমারই মঙ্গলের জন্ত তাহার মস্ত ত্যাগ করিরা গেছেন, তোমার কখনো কোন অকল্যাণ হইতে পারে না !” আশা তখন দৃঢ়চিত্তে সমস্ত ভর দুর করিরা ফেলিল । স্বামীর এই আশীৰ্ব্বাদ অক্ষয়কবচের মত গ্রহণ করিল। সে মনে মনে বারংবার তাহার মাসীমার পবিত্র পদধূলি মাথার তুলিয়া লইতে লাগিল—এবং একাগ্রমনে কহিল, “মা, তোমার আশীৰ্ব্বাদ আমার স্বামীকে সৰ্ব্বদা রক্ষা করুক।” পরদিনে মহেন্দ্ৰ চলিয়া গেল, বিনোদিনীকে কিছুই বলিয়া গেল না । বিনোদিনী মনে মনে কহিল, “নিজে অন্যায় করা হইল, আবার আমার উপরে য়াগ ! এমন সাধু ত দেখি নাই ! কিন্তু এমন সাধুত্ব বেশিদিন টেকে না ।” ( ২৩ ) সংসারত্যাগিনী অন্নপূর্ণ বহুদিন পরে হঠাৎ মহেন্দ্রকে আসিতে দেখিয়৷ যেমন স্নেহে আনন্সে আপ্লুত হইয়া গেলেন, তেমনি অন্নপূর্ণ তাহার রাগ থামাইয়া দিয়াছেন, দুঃখবোধ করিলে তাহ সহজে সহ করিতে উপদেশ দিয়াছেন । কিন্তু বিবাহের পর হইতে মহেন্দ্রের জীবনে সৰ্ব্বাপেক্ষ যে সঙ্কটের কারণ ঘটরাছে, তাহার প্রতিকারচেষ্টা দূরে থাক, কোনপ্রকার সাম্বন৷ পৰ্য্যস্ত তিনি দিতে অক্ষম । সে সম্বন্ধে যে ভাবে যেমন করিরাই তিনি হস্তক্ষেপ করিবেন, তাহাতেই মহেন্দ্রের সাংসারিক বিপ্লব আরো দ্বিগুণ বাড়িয়া উঠিবে, ইহাই যখন নিশ্চয় বুঝিলেন, তখনই তিনি সংসার ত্যাগ করিলেন । রুগণ শিশু যখন জল চাহিয়া কাদে, এবং জল দে ওয়া যখন কবিরাজের নিতান্ত নিষেধ, তখন পীড়িতচিত্তে মা যেমন অন্তঘরে চলিয়া যান, অন্নপূর্ণ তেমনি করিয়া নিজেকে প্রবাসে লইয়া গেছেন । দূর তীর্থবাসে থাকিয় ধৰ্ম্মকৰ্ম্মের নিরমিত অনুষ্ঠানে এ কয়দিন সংসার অনেকটা ভুলিয়াছিলেন, মহেন্দ্র আবার কি সেই সকল বিরোধের কথা তুলিয়। তাছার প্রচ্ছন্ন ক্ষতে আঘাত করিতে আসিয়াছে ? কিন্তু মহেন্দ্র আশাকে লইয়। তাহার মার সম্বন্ধে কোন নালিশের কথা তুলিল না। তখন অন্নপূর্ণার আশঙ্কা অন্তপথে গেল । যে মহেক্স অtশাকে ছাড়িয়া কলেজে যাইতে পারিত না, সে আজ কাকার খোজ লইতে কাশি আসে কেন ? তবে কি আশার প্রতি । মহেঞ্জের টান ক্রমে ঢিলা হইয়া আসিতেছে ? * ॐशंब्र श्ठां९ छब श्रेण, बूकि भांनाcक गहेब्र भप्रे ग८त्र भ८झ्टलद्रग्न पञांवाब्र ८कांम विटङ्गांश ধটয়াছে এবং মহেঞ্জ তাহার কাছে নালিশ দানাইয়া সত্ত্বিনালাভ করিতে আসিয়াছে। মহেন্দ্র শিশুকাল হইতেই সকলপ্রকার गको ७ ब्रखांcनब्र नभइ उांशब कांकौद्र कांग्रह ইটা আলে। কাছারে উপরে রাগ কৰিলে মহেন্দ্রকে তিনি কিছু আশঙ্কার সহিত জিজ্ঞাসা করিলেন—“হারে মহীন, আমার মাথা থ, ঠিক করিয়া বল দেখি, চুনী কেমন আছে ?” *