পাতা:বঙ্গদর্শন নবপর্যায় প্রথম খণ্ড.djvu/৩৫৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সপ্তম-সংখ্যা । ] না । যে সব কথা আমি স্বপ্নেও ভাবিতে পারিতাম না, সে সব কথা কেন শুনিতে হইতেছে ? মহেন্দ্র। তাহার কারণ, আমি যে কি মন্দ লোক, তাহা তোমার স্বপ্নেরও অগোচর ! আশা ব্যস্ত হইয়া কহিল-“ আবার ! ও কথা বলিয়ো না ! কিন্তু এবার আমি কাশী যাইবই !” মহেন্দ্র হাসিয়া কহিল—“আচ্ছা যাও, কিন্তু তোমার চোখের আড়ালে আমি যদি নষ্ট হইয়া যাই, তাহা হইলে কি হইবে ?” আশা কহিল—“তোমার আর অত ভয় দেখাইতে হইবে না ! আমি কি-না ভাবিয়া অস্থির হইতেছি ?” মহেন্দ্র। কিন্তু ভাবা উচিত। তোমার এমন স্বামীটিকে যদি অসাবধানে বিগড়াইতে দাও, তবে এর পরে কাহাকে দোষ দিবে? আশা । তোমাকে দোষ দিব না, সেজন্য তুমি ভাবিয়ে না ! . মহেন্দ্র । তখন নিজের দোব স্বীকার করিবে ? আশ। একশোবার ! মহেন্দ্র । আচ্ছ, তাহা হইলে কাল একবার তোমার জ্যাঠামশায়ের সঙ্গে গিয়া কথাবার্তা ঠিক করিয়া আসিব । এই বলিয়া মহেন্দ্র অনেক রাত হইয়াছে বলিয়া পাশ ফিরিয়া গুইল। কিছুক্ষণ পরে হঠাৎ পুনৰ্ব্বার এ পাশে ফিরিয়া रुश्णि-"हूनि, कांब नाहे, छूभि ना-हे वा গেলে ?” # 25 আশা কাতর হইয়া কহিল—“আবার ধারণ করিতেছ কেন ? এবার একবার না - চোখের বালি । ©8ጭ গেলে তোমার সেই ভৎসনাটা আমার গায়ে লাগিয়া থাকিবে ! আমাকে দু-চার-দিনের জন্তও পঠাইয়া দাও !” মহেন্দ্র কহিল—“আচ্ছা !” আবার পাশ ফিরিয়া শুইল ! কাশী যাইবার আগের দিন আশা বিনোদিনীর গলা জড়াইয়া কহিল—“ভ বালি, আমার গা ছুইয়া একটা কথা বল।” বিনোদিনী অাশার গাল টিপিয়া ধরিয়া কহিল, “কি কথা ভাই ? তোমার অনুরোধ · আমি রাখি না ?” আশা । কে জানে ভাই, আজকাল তুমি কি-রকম হইয়া গেছ ? কোনমতেই যেন আমার স্বামীর কাছে বাহির হইতে চাও না ! বিনোদিনী । কেন চাই না, সে কি ৷ তুই জানিস্ নে ভাই ? সেদিন বিহারিবাবুকে মহেন্দ্রবাবু যে কথা বলিলেন, সে কি তুই নিজের কানে শুনিস্ নাই ? এ সকল কথা যখন উঠিল, তখন কি আর বাহির হওয়া উচিত—তুমিই বল না ভাই বালি ? ঠিক উচিত যে নহে, তাহ আশা বুঝিত। এ সকল কথার লজ্জাকরত যে কতদূর, তাহা ও সে নিজের মন হইতেই সম্প্রতি বুঝিয়াছে। তবু বলিল—“কথা অমন কত উঠিয়া থাকে, সে সব যদি না সহিতে পারিস, তবে আর ভালবাসা কিসের ভাই ? ও কণা ভুলিতে হইবে !” বিনোদিনী। আচ্ছা ভাই ভুলিব। আশা । আমি ত ভাই কাল কাশী যাইব, আমার স্বামীর যাহাতে কোন অমু বলিয়া