পাতা:বঙ্গদর্শন নবপর্যায় প্রথম খণ্ড.djvu/৩৬২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অষ্টম-সংখ্যা । ] বৃটিশশাসন সংস্থাপিত হইয়াছে। নবাবীশাসন উৎখাত হইবার যে কারণ, বৃটিশশাসন সংস্থাপিত হইবারও সেই কারণ । নবাবীশাসন উৎখাত হইল কেন, কোন সুযোগ্য ইতিহাসলেখক তাহার সমালোচনা করেন নাই ; কিন্তু বৃটিশশাসন সংস্থাপিত হইল কেন, বহু সুযোগ্য ইতিহাসলেখক তাহার সমালোচনা করিয়া গিয়াছেন । আমাদের চরিত্রহীনতাই যে তাহার মূল, তাহাই তাহাদের ঐতিহাসিক সিদ্ধান্ত । বন্দ্যোপাধ্যায় মহাশয়ের সিদ্ধান্ত কি, তাহা পরিষ্কার বুঝিয়া উঠা যায় না , বৃত্তান্তপুঞ্জে সে সিদ্ধান্ত ডুবিয়া গিয়াছে ; এবং যে ভাবে বৃত্তান্তপুঞ্জ হইয়াছে, তদ্বারা প্রকৃত সিদ্ধান্ত লুক্কায়িত হইয়া নবাববিশেযের ব্যক্তিগত চরিত্রহীনতাই বঙ্গবিপ্লবের মূল বলিয়া প্রতিভাত হইয়াছে। ইহা হয় ত বন্দ্যোপাধ্যায় মঙ্গণ শয়ের নিজের ও অভিপ্রে ত নহে ; কারণ, তাহার দ্যায় ইতিহাসপাঠকের নিকট সত্যসিদ্ধান্ত অজ্ঞাত থাকিতে পারে না কিন্তু অনুরোধ-উপরোধে গ্রন্থের সজ্জীভূত বাঙ্গালার ইতিহাস WS)&(t ফল অন্তরূপ দাড়াইয়াছে —গ্রন্থপাঠ শেষ করিলে পাঠকচিত্ত্বে এইরূপ ভাবই জাগিয়। উঠিবে । এই সকল ত্রুটি ও মতভেদ থাকিলেও, বন্দ্যোপাধ্যায় মহাশয়ের নবাবী আমলের বাঙ্গালার ইতিহাস, বৃত্তান্ত-সঙ্কলন-গৌরবে বঙ্গসাহিত্যে অতি উচ্চস্তান অধিকার করি বার যোগ্য হইয়াছে। কোনস্থলে ইঙ্গিতে, কোনস্থলে সংক্ষেপে, কোন স্তলে বা বিস্তারবাহুল্যে নবাবী আমলের প্রায় সকল কথাই গ্রন্থমধ্যে সন্নিবিষ্ট হইয়াছে। এই সকল বৃত্তান্ত যে সকল পুরাতন প্রচলিত-অ প্রচলিত গ্রন্থাদি হইতে সঙ্কলিত, তাহার ও পরিচয় প্রদত্ত হইয়াছে । যাহারা বাঙ্গালার ইতিহাসের তথ্যানুসন্ধানকার্যে ব্যাপৃ ত হইবেন, তাহাদের শ্রম যে,এতদ্বারা অনেক, পরিমাণে সহজ হইয়া আসিবে, তাহাতে সন্দেহ নাই । এরূপভাবে বৃত্তান্তসঙ্কলন করিয়া স্বদেশের ইতিহাসরচনার চেষ্টা অতি অল্পদিনমাত্র আরব্ধ হইয়াছে ; কালে এই --C 6 هج حت রূপ চেষ্টা হইতেই ইতিহাস সুগঠিত হইবে। শ্ৰীঅক্ষয়কুমার মৈত্রেয়।