পাতা:বঙ্গদর্শন নবপর্যায় প্রথম খণ্ড.djvu/৩৬৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ՎԶ(ՇԵ বঙ্গদর্শন। [ অগ্রহায়ণ । রণের কথা দৃষ্ট হয়। ছান্দোগ্য উপনিষদে * স্পর্শ, স্বর, উষ্ম প্রভৃতি পারিভাষিক শব্দ ও তৈত্তিরীয় উপনিষদে { “শীক্ষাং ব্যাখ্যাস্তামঃ । বর্ণা: স্বরঃ । মাত্রা বলম্। সাম সন্তানঃ । ইত্যুক্তঃ শীক্ষাধ্যারঃ ” প্রভৃতির উল্লেখ আছে। গেr":"ব্রাহ্মণে : ওঙ্করের ব্যাখ্যাপ্রসঙ্গে ধাতু, প্রাতিপদিক, নাম, আখ্যাত, লিঙ্গ, বচন, বিভক্তি, স্বর, উপসর্গ ও নিপাত প্রভৃতি ব্যাকরণের প্রায় অধিংশ পারিভাষিক শব্দেরই উল্লেখ করা হইয়াছে । নিরুক্তি, 8 শিক্ষা প্রভৃতিতে ব্যাকরণের কোন কোন বিষয় আলোচিত হইলেও, সেগুলিকে ব্যাকরণশ্রেণীতে আনয়ন করা যুক্তিসঙ্গত নহে। ব্যাকরণে যাহা যাহা থাকা উচিত, প্রতিষ্ঠাখ্যে যদিও সে সমস্ত বিষয় নাই, তথাপি এগুলি ব্যাকরণশ্রেণীর গ্রন্থ । বৈদিক ভাষার ব্যাকরণশিক্ষার নিমিত্ত এই সমস্ত প্রাতিশাখ্য বিরচিত হয় নাই, কিংবা শব্দ, ধাতু প্রভৃতির প্রকৃতি অথবা গঠনপ্রণালী সম্বন্ধেও ইহাতে কোন নিয়মাদি দেখিতে পাওয়া যায় না । কিন্তু অক্ষর ও শব্দের উচ্চারণাদি-সম্বন্ধে পাণিনি যে সমস্ত বিধিব্যবস্থা করিয়াছেন, সে সমস্তই তিনি প্রাতিশাখ্য হইতে গ্রহণ করিয়া থাকিবেন ৭ । বস্তুত পদ অথবা সংহিতার প্রত্যেক শব্দ কথিত ভাষায় অথবা সঙ্গীতে কিরূপ উচ্চারণবৈলক্ষণ্য প্রাপ্ত হয়, উচ্চারণাদিভেদে কেমন করিয়া এইরূপ পরিবর্তন ঘটে, প্রাতিশাধ্যে তাহাই শিক্ষা দেয়। এই নিমিত্তই প্রাতিশাখ্যে শব্দসমূহের উচ্চারণ, উচ্চারণাদির লঘুগুরুভেদ, প্রত্যেক অক্ষর অথবা শব্দের উচ্চারণের বিশেষ বিশেষ নিয়ম, প্রকৃতি, কাৰ্য্যকারিতা, দুই বা ততোধিক শব্দের সন্ধিবিধি প্রভৃতি বিস্তৃতভাবে দেখিতে পাওয়া যায় । প্রশ্নতিশাধ্যের মধ্যে ঋগ্বেদ-প্রাতিশাখ্যই প্রাচীনতম। মহামুনি শৌনক | ইহার রচয়ি তা । গ্রন্থখানি সরল ছন্দে বিরচিত, সুতরাং স্মরণে রাখিবার পক্ষে বিশেষ সুবিধাকর । স্বত্রগুলি অতি সহজ ; পাণিনির দ্যায় ইহাতে পারিভাষিক কৌশল একটুও প্রদশিত হয় নাই। শৌনক ছাদোগ্য উপনিষদ ২২২৩, ৫ । . নিরুক্তির্যোগতো নাম্নামস্যার্থত্বপ্রকল্পনমূ। ঈদৃশৈশ্চরিতৈর্জানে সত্যং দোষাকরে ভবান ॥ তৈত্তিরীয় উপনিষদ (ডাঃ রাজেন্দ্রলাল মিত্র ) ৭২৫ পৃ• । গোপথব্রাহ্মণ ( ডা° রাজেন্দ্রলাল মিত্র ) ১২৪ ৷ চন্দ্রীলোক, ৫১৬৮ ৷ T Maxmuller's History of the Ancient Sanskrit Literature. | স্বত্রভাষ্যকৃতঃ সৰ্ব্বান প্ৰণম্য শিরসা শুচিঃ। শৌনকঞ্চ বিশেষেণ যেনেদং পার্ষদং কৃতম্। ঋকৃপ্রাতিশাখ্যটীকায় উবটভট্ট।