পাতা:বঙ্গদর্শন নবপর্যায় প্রথম খণ্ড.djvu/৩৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S8 a বঙ্গদর্শন । আধা । , "বিষবৃক্ষের ফল’—নিতান্ত অস্বাভাবিক গল্প। তথাপি পুস্তকখানির জন্ত প্রভাতবাবুর প্রশংসা করিতে পারি। পরিহাস-প্রিয়ের কেমন একটু তীব্র অথচ মিষ্ট হাস্ত এই সকল গল্পে আছে, যাহা যাঙলা ক্ষুদ্র গল্পে প্রায় দেখিতে পাই না । সম্ভবত লোকে পুস্তকখানি কিনিয়া পড়িবে। পত্রাবলী । শ্ৰীঅবিনাশচন্দ্র চট্টো পাধ্যায়-প্রণীত। মূল্য ১ এক টাকা । এই পুস্তকথানির প্রশংসা করিতে পারিলাম না । অবিনাশবাবু রচনা করিতে শিথিয়াছেন বটে, কিন্তু কাব্য কাহাকে বলে, কাব্য কিসে হয়, তাহ আজি ও বুঝেন নাই। তাই এই চেষ্টা করিয়াছেন । এরূপ ভাবশুষ্ঠ, আবেগশূন্ত, প্রাণশূন্ত কবিতা লোকের ঘাড়ে চাপান কেন ? বঙ্গীয় পাঠক অতি निद्रौश् ८डीब चौब । निबैौप्श्ब्र खेभत्र कि অত্যাচার করিতে হয় ! দশানন সীতাদেবীকে পত্র লিখিতেছেন ; ইহাতে হাস্ত সম্বরণ করা নিতান্তই অসম্ভব। অবিনাশবাবু অনুগ্রহ করিয়া মনে রাথিবেন যে, অন্তের চিত্তরঞ্জন করিতে হইলে, নিজের চিত্তে সৌন্দর্য্যগ্রাহিণী শক্তির বিকাশ প্রয়োজনীয়। স্মৃতি-মন্দির। শ্ৰীকেদারেশ্বর সেন বি, এ, প্রণীত। মূল্য ১২ এক টাকা । এই উপন্যাসখানি মুকল্পিত বটে, কিন্তু স্থলিখিত নহে । উপন্যাসখানি পড়িয়া মোটের উপর প্রীত হইয়াছি, এ কথা বলিতে পারি ; কিন্তু সেই সঙ্গে ইহাও বলিতে হর যে, পড়িতে পড়িতে অনেক সময় ধৈর্যাচুতি ঘটিয়াছে । *. চরিত্র-কল্পনায় গ্রন্থকারের কৃতিত্ব প্রশংসাৰ্ছ ; কিন্তু চরিত্র-চিত্রণে তাছার হাজ আজিও কাচা । সৰ্ব্বাণী ও হরিনাথ, দুইটিf আদর্শমূলক চরিত্র ; কিন্তু এই দুইটি চরিণ কেদারেশ্বরবাবুর হাতে কতক ফুটিয়াছে।" কতক ফুটে নাই। কিন্তু তাছা হইলেও এ" শ্রেণীর গ্রন্থের আমরা পক্ষপাতী। যাহ" বাস্তবমূলক (realistic) চিত্র অঙ্কিত ਾਂ র্তাহাদের অপেক্ষ যাহারা আদর্শমূর্ণ (idealistic) চরিত্র চিত্রণ করেন, তা" দিগকে আমরা উচ্চতর স্থান দিয়া থাৰি পৃথিবীতে এমিলি জেলার এবং তাd শিষ্যপ্রশিষ্যদিগের যতই কেন খ্যাতি থারা না, এবং তঁtহাদের রচিত উপন্যাস s! কেন বিক্রীত হউক না, আমরা কখঃ) ' তাহাকে ও র্তাহাদিগকে প্রথমশ্রেঃ প্রতিভাশালী উপন্যাস-লেখক বলিয়া | করি না। বাস্তবমূলক উপন্যাসও ভাল ব' লিখিতে ক্ষমতার আবশুক ; কিন্তু ল ৷ মূলক উপন্যাস ভাল করিয়া লিখিতে প্রতিভ’ 露・ 。 প্রয়োজন । f গ্রন্থকার কেদারেশ্বর বাবু উচ্চ কল্প" করিয়াছেন বটে, কিন্তু ভাল করি" সাজাইতে পারেন নাই। তাছার প্রধ* দোষ এই যে, উপযোগিতা জ্ঞান তা' আজিও পরিস্ফুট হয় নাই ; সেইd" র্তাহীকে শেষকালের মিলন যোড়াত{* দিয়া ঘটাইতে হইয়াছে। প্রেমানন্দ-ঠাকু " এই উপন্যাসের বিকাশ ও পরিণতির জ{ সম্পূর্ণ অনাবশুক চরিত্র। . তেলিনী বে। ' ' দক্ষ্যপতির অবতারণার উদ্দেশু, বোধ ক"ি উপন্যাসের বৈচিত্র্য সম্পাদন করা। বি : ইহাতে অদ্ভূতত্ব সম্পাদিত হইয়াছে