পাতা:বঙ্গদর্শন নবপর্যায় প্রথম খণ্ড.djvu/৩৭১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

૭૭8 বঙ্গদর্শন। মুলর মৃত্যুর কিছুকাল পুৰ্ব্বে ষড় দর্শনের ইতিহাস’নামক গ্রন্থে খৃঃ পূঃ ৬ষ্ঠ শতাব্দী পাণিনির আবির্ভাবকাল কল্পনা করিয়া গিয়াছেন। তাহাতে তত কিছু যুক্তি প্রদর্শন করেন নাই । ডাক্তার বেবার (Dr. Weber) বলেন, পাণিনি বুদ্ধের পরে, এমন কি আলেক্‌জাণ্ডারের ভারতাক্রমণেরও পরে আবিভূত হইয়াছিলেন । তিনি বলেন, হুয়েনসাংএর মতে পাণিনি বুদ্ধের ৫০০ পাচশত বৎসর পরে ও কাত্যায়ন (ভাষ্যকার ?) বুদ্ধের ৩০ • বৎসর পরে প্রাদুর্ভূত হন । ডাক্তার বেবার, হুয়েনসাংএর এই সময়নির্দেশ বিশ্বাস করিতে পারেন নাই। তিনি বলেন, এই কাত্যায়ন হয় ত ভাষ্যকার না হইতে পারেন, প্রত্যুত কাত্যবংশধর কোন কাত্যায়ন হওয়াই সম্ভব। র্তাহার মতে পাণিনি স্বীয় স্থত্রে ভিক্ষু, ভিক্ষ, কাষায়বসন প্রভৃতি শব্দের অত্যন্ত বেশি ব্যবহার করিয়াছেন ; ইহা দ্বারা বৌদ্ধ ভিক্ষু ও তাঁহাদের পরিধেয়কেই লক্ষ্য করা হইয়াছে। তবে তিনি সেণ্টপিটাস বর্গ-নগরে রচিত সংস্কৃত অভিধান ও উইলসন-সাহেবের অভিধানে হিন্দুগণের চতুর্থ আশ্রমকে যে ভিক্ষু আশ্রম ও তাহাজের পরিধেয়কে যে কাৰ্যায়বসন বলিত, তাহাও পাইয়াছেন । তথাপি তিনি ঐ গুলি দ্বারা বৌদ্ধ অর্থই গ্রহণ করিয়াছেন। আর পাণিনি ষে আলেক্‌জাণ্ডারের ভারতাক্রমণের পর প্রাচুভূত হইয়াছিলেন, তিনি বলেন, তাহাও পাণিনির সুত্র হইতেই পাওয়া যাইতেছে। পাণিনি शैौञ्च शूराख रुदन ७ यदनांनौ श्रृंटमब्र ব্যবহার করিয়াছেন । এ সমস্ত যে গ্ৰীক জাতিকেই লক্ষ্য করিতেছে, তাহাতে সন্দেহমাত্র নাই। তবে যাহারা আভেস্তা পড়িয়াছেন, তাহারা হয় ত স্বীকার করিবেন ষে, আভেস্তায় সময়ে হিন্দুজাতির সহিত পারুশীক জাতির মিলন হইত। অমরসিংহও পারশীক জাতিকে যবন বলিয়াছেন । ডাক্তার বর্ণেলও বলেন, * পারশীক-শব্দ ‘দিপি’ ("Dipi’) হইতে সংস্কৃত লিপি’-শব্দের উৎপত্তি হইয়াছে। অধ্যাপক মোক্ষমূলর স্বীকার করেন, আলেকজাণ্ডারেরও পূৰ্ব্বে সেমিটিক অক্ষর ভারতবর্ষে প্রচলিত ছিল । গোল্ড়টুকর বলেন, ইহা সেমিটক অক্ষর নহে, পারস্তাদেশে প্রচলিত অক্ষরবিশেষ ; ইহাকে ‘শল্পশীর্ষাক্ষর’ বা ‘কীলকলিখন’—Cunei writing–szel i ‘CHRİHİH'(Darius)-এরও পুৰ্ব্বে এই অক্ষর পারস্তে প্রচলিত ছিল। সুতরাং পাণিনির যরনানীস্বত্রের ভাষ্যে যে যবনলিপি দেখিতে পাওয়া যায়, তাহা পারশীক অক্ষর । অধ্যাপক গোল্ড়ষ্ট কর (Prof Goldstucker) কয়েকটি বুক্তি দ্বারা প্রমাণ করিতে চেষ্টা করিয়াছেন যে, ঋক্, যজু ও সামবেদ এবং যাস্কের নিরুক্ত মাত্র পাণিনির সময়ে প্রচারিত ছিল । তাহার মতে আরণ্যক পাণিনির সময়ে ছিল না। যদি ও তিনি স্বত্রে পাইরাছেন—“অরণ্যান্মসুয্যে” (৪ ৷ ২ ৷ ১২৯) । বাজসনেগ্নি-সংহিতা, তৈত্তিরীয়-সংহিতা, শত form • Elements of the South India Paleography.