পাতা:বঙ্গদর্শন নবপর্যায় প্রথম খণ্ড.djvu/৩৯৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

రిkశట দেখা দেন না ; বলেছেন, যোগ্য লোক পেলে তাকে তিনি তার সমস্ত বিদ্যে দেখিয়ে দেবেন। আগুবাবু, আপনি চেষ্টা করলে নিশ্চয় বিফল হবেন না । আগু । তিনি থাকেন কোথায় ? রাধা । বাইশনস্বর ভেড়াতলায়। অন্নদা । বাক্টশনস্বরটা উনপঞ্চাশের চেয়ে ভাল হ’তে পারে, কিন্তু জায়গাটা ভাল ঠেকৃচে না- একে বশীকরণ-বিদ্যে, তার উপরে ভেড়াতলা ! মাতাজির কাছে মুণ্ডুজিটি খুইয়ে এসো না ! আগু । অারে ছি! কি বকে, তার ঠিক নেই! তারা হলেন সাধু স্ত্রীলোক, সেখানে মুণ্ডুর ভাবনা ভাবতে হয় না। তুমি বুঝেসুঝে উনপঞ্চাশে পা বাড়িয়ে । অন্নদা। তুমি ভাবচ বাইশ একেবারেই নিৰ্ব্বিষ ! তা নয় হে । বিশের উপরেও দুইমাত্রা চড়িয়ে তবে বাইশ ! আপাদমস্তক জর্জর হয়ে ফিরবে ! . চতুর্থ অঙ্ক। বাইশ নম্বরে কন্যার বিধবা মাতা শ্যামাসুন্দরী। শ্যাম । পেলেগ শুনে ভয়ে বাচিনে ! তাড়াতাড়ি কোরে পালিয়ে ত এলুম ! কিন্তু অন্নদা বোলে ছেলেটির আজ যে সেই উনপঞ্চাশ নম্বরে আসবার কথা আছে, সে কি সেখান থেকে চিনে এখানে ঠিক আসতে পারবে ? এত কোরে খাওয়াদাওয়ার शक्राजनि । { অগ্রহায়ণ । জোগাড় করলেম, সব মাটি হবে না ত ? যে তাড়াটা লাগালে, একবার খবর দেবার সময় দিলে না ! ঘটক বলেছে, ছেলেটি আমার নিরুপমাকে ভাল কোরে দেখে-শুনে নিতে চায়, ওর পড়াগুনে গানবাজ না সব পরীক্ষা করবে—তা করুক ! কর্তা ত নিরুপমাকে সেই রকম কোরেই শিখিয়েচেন ! বরাবর পশ্চিমে ছিলেন, আমাদের কখনো ত বন্ধ কোরে রাখেন নি । তবু কলকাতার ছেলে কিরকম জানিনে ! ভয় হয় ! আমাদের ধরণধারণ দেখে হয় ত্ত অভদ্র মনে করবে ! তারা মেয়েদের সঙ্গে শেক্হ্যাণ্ড করে না কি, কে জানে ! হয় ত ইংরাজিতে গুড়মণিং বলে। শুনেচি তাদের নিজের হাতে চুরট জালিয়ে দিতে হয়—এ সব ত পারব না ! ঘটক বল্পে, ছেলেটি হ্যাটকোটু পরে! আমার মেয়ে আবার ফিরিঙ্গির সাজ দু’চক্ষে দেখতে পারে না ! কি রকম যে হবে, বুঝতে পাচি নে ! মন্ত্র পড়ে বিয়ে করতে রাজি হবে ত ? or ভূত্যের প্রবেশ। ভৃত্য । মা ঠাকরুণ, একটি বাবু এসেচেন। আমি তাকে বল্লেম, বাড়ীতে পুরুষমানুষ কেউ নেই। তিনি বল্লেন, তিনি মার সঙ্গেই দেখা করতে এসেচেন । শ্যামা। তবে ঠিক হয়েছে। সেই ছেলেটি এসেছে । ডেকে নিয়ে আয় । ( ভৃত্যের প্রস্তান ) ভয় হচ্চে-কলকাতার ছেলে, তার সঙ্গে কি রকম কোরে চলতে হবে ! কি জানোয়ারই মনে করবে ! *