পাতা:বঙ্গদর্শন নবপর্যায় প্রথম খণ্ড.djvu/৪০৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৯৬ বঙ্গদর্শন । [ श्रअशांप्रम। অন্নদা। সে সকল ব্যাখ্যা পরে করব। তোমার খবরটা আগে বল । আগু। তুমি বিবাহের জন্তে যে কস্তাটিকে দেখবে বোলে স্থির করেছিলে, র্তার হঠাৎ উনপঞ্চাশ নম্বর থেকে বাইশ নম্বরে উঠে গেছেন। মামি কন্যার বিধবা মাকে মাতাজি মনে কোরে বরাবর এমন নিৰ্ব্বোধের মত কথাবার্তা কয়ে গেছি যে, র্তারা ঠিক কোরে নিয়েছেন—আমি মেয়েটিকে বিবাহ করতে সম্মত হয়েছি। এখন তুমি না গেলে ত আর উদ্ধার নেই ! অন্নদা। মেয়েটি দেখতে কেমন ? আগু । দেবকন্তার মত । अब्रन । उl cशंकू, दछ्विदांश् श्रांभांब्र মতবিরুদ্ধ । g আপ্ত। বল কি ? সেদিন এত তর্ক করলে— অন্নদা । সেদিনকার চেয়ে ঢের ভাল যুক্তি আজ পাওয়া গেছে— আপ্ত। একেবারে অখণ্ডনীয় ? पञझलां । अर्थ७नौब्र। আগু ! যুক্তিটা কি-রকম দেখা যাক ! অন্নদা। তবে একটু বোস। ( প্রস্থান ও মাতাজিকে লইয়া প্রবেশ ) ইনি আমার স্ত্রী শ্ৰীমতী মহীমোহিনী দেবী। আগু । অ্যা ! ইনি তোমার—আপনি আমাদের অন্নদার—কি আশ্চৰ্য্য ! তা হ’লে ত হতে পারে না ! অন্নদা। হতে পারে না কি বলুচ ! হয়েছে, আবার হতে পারে না কি ! একবার হয়েছে, এই আবার দু’বার হ’ল, তুমি বল্‌চ হ'তে পারে না । আশু । না আমি তা বলুচিনে। আমি বলচি, সেই বাইশ নম্বরের কি করা যায় ! श्रब्रन । cन श्रांब्र नंख् कि ! नझ्छ উপায় আছে। আগু ! কি বল দেখি ! অন্নদা। বিরে কোরে ফেল । আগু । সমস্ত বিসর্জন দেব-—আমার হঠযোগ, প্রাণায়াম, মন্ত্রসাধন— অন্নদা। ভয় কি, তুমি যেগুলো ছাড়বে, আমি সেগুলো গ্রহণ করব । সে বাই হোক, তোমার বশীকরণট কি-রকম হ’ল ? श्रांछ । डॉ निङांख् कम हब्रू नि ! তোমার এই একটা ঠাট্টা করবার বিষয় হ’ল ! অন্নদা। আর ঠাট্ট চলবে না। আণ্ড। কেন বল দেখি ? : অন্নদা। আমারও বশীকরণ হোয়ে গেছে। আগু । চল্লেম। এক ঘণ্টার মধ্যেই যাবার কথা আছে । কথাটা পাকা কোরে আসি গে !