পাতা:বঙ্গদর্শন নবপর্যায় প্রথম খণ্ড.djvu/৪২৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নবম-সংখ্যা। ] মহাকর্ষণ । 8:సి বলিলেন—“আর ডুই নম্বর উহাটে যোগ ওষ্ঠে মুছহাস্য চাপিয়া মুখ অবনত করিলেন। করিয়া ডাও, যে লিষ্ট বানাইয়াছে ও যে কোটবাবু একটু একটু বাঙালা বুঝিতেন, টাহাটে পি য় করে!” হেড ক্লার্ক বাবু তিনিও মাথা চুলকাইয়া দৃষ্টি নত করিলেন। মহাকর্ষণ । 一>爆号鲁一 আচাৰ্য্য প্রবর-নিউটন-প্রচারিত মহাকর্ষণ সিদ্ধাস্তুটি বিদ্যালরের পণ্ডিতমহাশয়ের নিৰ্ম্মম বেত্রভীতিতে আমরা অতি শৈশবেই গলাধঃকরণ করিয়া রাখিয়াছি। তার পর গতিবিজ্ঞান, পদার্থবিদ্যা ও জ্যোতিঃশাস্ত্র সম্বন্ধীয় বিবিধগ্রন্থে তাহার সহিত বিশেষ পবিচিত হইরাছি এবং বিশাল নক্ষত্র জগতের ধাবন হইতে মারম্ভ করিয়া অষ্টি স্বল্প ধূলিকণার ও চালচলন এই মহাকর্ষণতত্ত্বের সাহায্যে বুঝা ও বুঝান হষ্টয়া থাকে, তাঙ্গ আমরা দেখিতেছি । কিন্তু জড়পদার্থে সেই মহাকর্ষণশক্তি আসিল কোথা হইতে, তাত আমরা দেখিতে পাইতেছি না । ইষ্টক আকাশে নিক্ষেপ করিলে, তাহ শেষকালে পড়ে কোথায়, তাহা মূর্থ এবং পণ্ডিত উভয়েষ্ট বলিতে পারে। মূখও বলিবে, পৃথিবীর টানে সেট মাটিতেই পড়িবে। পণ্ডিতও অতি গভীরভাৰে সেই কথাটাই বড় করিয়া বলেন। তার পর জিজ্ঞাসা কর,—পৃথিবীর এই টান আসিল কোথা হইতে ? তখন পণ্ডিত ও যেমন, মূখণ্ড তেমন,—উভয়েই নিরুত্তর । +. মহাকর্ষণের ন্যায় একটা বৃহৎ ব্যাপারের উৎপত্তির কারণ জানিবার জন্য বিজ্ঞানগ্রন্থ খুজিলে, তাহাতে কেবলমাত্র দুইটি অনুমানমূলক কারণের উল্লেখ দেশিয়া আমাদিগকে সন্তুষ্ট থাকিতে হয়। এই দুষ্টটির মধ্যে একটি অধ্যাপক হেলম্হোজ, ও লড কেলভিন প্রবর্তিত সেই আবর্তfootoga (Vortex theory of matter) সাহায্যে আবিষ্কৃত এবং অপরটি প্রসিদ্ধ বৈজ্ঞানিক লেসাজের (Le Sage) কতকগুলি আজগুবিধযুক্তি দ্বারা গঠিত । অধ্যাপক লেসাজের কল্পিত সিদ্ধান্তটির স্থল মৰ্ম্ম এই যে,—অনন্ত বিখটার সর্বাংশে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র অণু নিরতই এক